নয়াদিল্লি: ভারতের বাজারে অল্প বাজেটের ফোনের ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড vivo। ইতিমধ্যে তারা ভারতের বাজারে নিয়ে এসেছে একের পর এক মডেলের ফোন। এমনকি তা যথেষ্ট কম দামেও। যদিও ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারেও জথেষ্ট জনপ্রিয় হয়েছে vivo. আন্তর্জাতিক বাজারে তাদের আনা একধিক ব্র্যান্ড যথেষ্ট জনপ্রিয় হয়েছে ক্রেতাদের কাছে। তবে এবারে জানা গিয়েছে ভারতের বাজারে মান্যতা পেল vivo y12s।
একাধিক সংবাদমাধ্যমের তরফে সামনে এসেছে এই তথ্য। জানানো হয়েছে vivo y12s পেয়েছে bis certificate. ফলে মনে করা হচ্ছে দ্রুত ভারতের বাজারে আসতে চলেছে এই ফোন। তবে তা কবে নাগাদ আসবে তা এখনো জানা যায়নি। এখনো vivo র তরফে এই নিয়ে কিছু মন্তব্য করা হয়নি। ভারতের বাজারে এই ফনের দাম কত হবে তা এখনো জানা যায়নি।
তবে মনে করা হচ্ছে ক্রেতাদের নাগালের মধ্যে থাকবে এই ফোনের দাম। পাশপাশি মনে করা হচ্ছে লাদা আলাদা স্টোরেজের সঙ্গে ভারতের বাজারে আনা হবে এই ফোন।
জানা গিয়েছে এই ফোনে থাকবে ndroid 10 অপারেটিং সিস্টেমের সুবিধাও। তার সঙ্গে জানা গিয়েছে এই ফোনে থাকবে ৬.৫১ ইঞ্চি ডিসপ্লে। জানা গিয়েছে এই ফোনে থাকবে mediatekl heio p35 প্রসেসর। এই ফোনে থাকবে উন্নত ফ্রন্ট ক্যামেরা। জানানো হয়েছে এতে থাকবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া থাকবে ৩ জিবি র্যামের সুবিধাও। জানা গিয়েছে এতে থাকবে ৫০০০ mah ব্যাটারির সুবিধা। এছাড়াও অতিরিক্ত বেশ কিছু সুবিধা থাকবে বলে জানা গিয়েছে।