সব প্রজন্মের ফুটবল রথিদের মিলিয়ে দিল ব্যালন ডি'অরের স্বপ্নের একাদশ
করোনা ভাইরাসের জেরে স্থগিত করা হয়েছে ফুটবল বিশ্বের সবচেয়ে সম্মানজনক স্বীকৃতি ব্যালন ডি'অর প্রদান। তা নিয়ে ফুটবল প্রেমীদের মনে খেদ কম নেই। এ প্রজন্মের সেরা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে আরও এক দ্বৈরথ দেখা থেকে সাময়িক বঞ্চিত হয়ে মন ভাল নেই ফুটবল বিশেষজ্ঞদেরও। সেই দুঃখ কিছুটা লাঘব করার আশায় ব্যালন ডি'অরের স্বপ্নের একাদশ তৈরি করে ফেলল আয়োজক ফ্রান্স ফুটবল। তাতে মিলে গেল বিশ্ব ফুটবলের কয়েক প্রজন্ম।

দলে পেলে-মারাদোনা
ব্যালন ডি'অরের স্বপ্নের একাদশে বাধ্যতামূলক ভাবেই রাখা হয়েছে ফুটবল সম্রাট তথা ব্রাজিলের কিংবদন্তি পেলে-কে। তাঁর পাশে রাজপুত্র তথা আর্জেন্টিনিয় গ্রেট তথা সদ্য প্রয়াত দিয়েগো মারাদোনাকে রাখতে কোনও ভুল করেনি ফ্রান্স ফুটবল।

ম্যাথিউস, বেকেনবাওয়ার এবং ইয়াশিন
ব্যালন ডি'অরের স্বপ্নের একাদশে জায়গা পেয়েছেন কিংবদন্তি জার্মান ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবওয়ার। রয়েছেন জার্মান ফুটবলের আরও এক কিংবদন্তি লোথার ম্যাথুস। ফুটবল বিশ্বে ব্ল্যাক প্যান্থার বা ব্ল্যাক স্পাইডার হিসেবে পরিচিত রাশিয়ার কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াশিন-কে দলে রাখতে ভুল করেনি ফ্রান্স ফুটবল।

সিনিয়র রোনাল্ডোর সঙ্গে কাফু, মাালদিনি, জাভি
ফ্রান্স ফুটবল প্রকাশিত ব্যালন ডি'অরের স্বপ্নের একাদশে রয়েছেন ব্রাজিলের প্রাক্তন স্ট্রাইকার রোনাল্ডো ডে নাজারিয়ো। তাঁর প্রাক্তন অধিনায়ক কাফু-কে রাখা হয়েছে দলে। রয়েছেন ইতালি ও স্পেনের কিংবদন্তি যথাক্রমে পাওলো মালদিনি ও জাভি।

সিআর সেভেন ও এলএম টেন
খুব স্বাভাবিকভাবেই ব্যালন ডি'অরের স্বপ্নের একাদশে জায়গা পেয়েছেন ছয় এবং পাঁচ বার সংশ্লিষ্ট পুরস্কার জেতা যথাক্রমে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই স্বীকৃতির জন্য ফ্রান্স ফুটবলকে ধন্যবাদ জানিয়েছেন দুই তারকা।
গোলহীন এসসি ইস্টবেঙ্গলের সামনে উদ্বেগজনক অধ্যায়ে নাম না লেখানোর চ্যালেঞ্জ!