কলকাতা: সব জল্পনার অবসান। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান এখন সময়ের অপেক্ষা। সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে, সম্ভবত শনিবারই বিজেপিতে যোগ দিতে চলেছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
যদিও শুভেন্দু অধিকারীর তরফে এব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহের হাত ধরেই শুভেন্দু বিজেপিতে যোগ দেবেন বলে সূত্রের খবর।
গত কয়েক মাস ধরেই শুভেন্দু অধিকারীকে নিয়ে চলছে বিস্তর জল্পনা। দলের শীর্ষ নেতৃত্বে থাকা কয়েকজনের প্রতি ক্ষোভ রয়েছে শুভেন্দুর। যা নিয়ে প্রকাশ্য সভাতেও নিজের মতামত জানিয়েছেন তিনি।
করোনাকালে একটানা কয়েকমাস দলের ব্যানার ছাড়াই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখা গিয়েছে নন্দীগ্রামের বিধায়ককে। ‘দাদার অনুগামী’ লেখা ব্যানারে একের পর এক সভা-সমাবেশ করেছেন শুভেন্দু।
বিভিন্ন সময়ে তৃণমূলের বেশ কিছু নেতাও শুভেন্দুর বিরুদ্ধে মুখ খুলেছেন। শেষমেশ শুভেন্দু অধিকারীর মানভঞ্জনে তৎপরতা নেয় তৃণমূল। তাঁর সঙ্গে বৈঠক করেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।
তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরও হাজির ছিলেন সেই বৈঠকে। এমনকী বৈঠকের ফাঁকেই নাকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও শুভেন্দুর ফোনে কথা হয়। যদিও সেই বৈঠকে মেলেনি রফাসূত্র। দলের প্রতি ক্ষোভ কমেনি শুভেন্দুর।
নিজের অবস্থান স্পষ্ট করতে দিন কয়েক সময় চেয়েছিলেন শুভেন্দু। এবার সেই সময় বোধ হয় শিয়রে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবারই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে সূত্রের খবর। ওই দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরেই পদ্ম-শিবিরে নাম লেখাতে পারেন নন্দীগ্রামের বিধায়ক। যদিও শুভেন্দু অধিকারীর তরফে এবিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।