For Quick Alerts
For Daily Alerts
উন্নয়ন রাস্তায় হাত ধরে টানছে! এক্সপায়ারি কার্ড দিচ্ছেন দিদি, কটাক্ষ দিলীপের
বিজেপি কর্মীদের খুন করছে, কেন্দ্রের পাঠানো টাকা লুট করছে। এদিন মালদহের মানিকচকের সভা থেকে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্বাস্থ্যসাথীর কার্ড বিলিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্সপায়ারি কার্ড বলেও কটাক্ষ করেছেন তিনি।
{photo-feature}
'এমন বন্ধু থাকলে শত্রুর দরকার নেই’! কাকে নিশানা করলেন তৃণমূল বিধায়ক