• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী বাংলায়, সক্রিয়ের সংখ্যা ও সুস্থতার হারে স্বস্তি

করোনা মহামারীতে স্বস্তি দিল বাংলার দৈনিক সংক্রমণ। দৈনিক সুস্থতার ধারা অব্যাহত থাকায় সক্রিয়ের সংখ্যা হ্রাস হল বাংলায়। মঙ্গলবার দৈনিক সংক্রমণ নিম্নমুখী হয়েছে। এদিন টেস্টিং বাড়ানোর পর সংক্রমণের পরিসংখ্যানে উঠে এসেছে এমনই তথ্য। অগ্রগতি জারি রয়েছে সুস্থতার হারে। বেড়েছে করোনাজয়ীর সংখ্যা। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে গিয়েছে ২০ হাজারে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২২৮৯ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ২৩ হাজার ৬২৯ জন। এদিন ২২৮৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৯১৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯১৪৫। এদিন মৃত্যু হয়েছে ৪৫ জনের।

Positive News : রাজ্যের করোনা গ্রাফে আশার আলো, এক ধাক্কায় কমলো নতুন সংক্রমণ
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ২৫ হাজার ৯১৮ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২০ হাজার ৬৬৩ জন। এদিন ৭২১ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ২২৮৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২৯৬৫ জন। মোট করোনা মুক্ত হলেন ৪ লক্ষ ৯৬ হাজার ১১০ জন। সুস্থতার রেট হয়েছে ৯৪.৩৩ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৬৪ লক্ষ ৯৬ হাজার ৭৩৬ জনের। ৯৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৭২১৮৬। এদিন টেস্টিং হয়েছে ৪১৫৬৯ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.১০ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১১৭১৪৮। এদিন ৫০৩ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১১০৬৫১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫২৩ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১৬৪ জন বেড়ে হয়েছে ৩৪৫৬৮। হাওড়ায় আক্রান্ত ৩৩৩০৪। এদিন আক্রান্ত হয়েছেন ১১৩ জন। হুগলিতে ১০৪ জন বেড়ে আক্রান্ত ২৭১০৯ জন।

English summary
Coronavirus infection decreased in West Bengal increased discharge rate. Coronavirus active case decreased to 20000.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X