দেশজোড়া বিতর্কের মাঝেই তাবলিঘি জামাত মামলায় বেকসুর খালাস ৩৬ জন বিদেশি
করোনা আবহের মধ্যেই গত এপ্রিলে নতুন করে আতঙ্ক বাড়ায় দিল্লির নিজামুদ্দিন মসজিদের তাবলিঘি জামাতের অনুষ্ঠান। করোনা বিধিকে তোয়াক্কা না করেই ওঠে জমায়েতের অভিযোগ। যা নিয়ে মামলায় দায়ের হয় প্রায় ৯৫৫ জন বিদেশির বিরুদ্ধে। এবার তারমধ্যেই ৩৬ জন বিদেশিকে বেকসুর খালাস করে দিল দিল্লির বিশেষ আদালত। যা নিয়ে ফের চাপা গুঞ্জন শুরু হয়েছে সমাজের বিভিন্ন মহলে।

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হিসেব বলছে, অন্ততপক্ষে ৭,৬০০ জন ভারতীয় ও কম করে ১,৩০০ জন বিদেশি মার্চের প্রথম দিকে আয়োজিত ওই ধর্মীয় সমাবেশে যোগ দিতে নিজামুদ্দিন মসজিদের গিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, চার্জশিটে নাম থাকলেও নিজ দেশ থেকেই আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়ার কথা জানিয়ে এর আগেই ভারত থেকে ফিরে যান বেশিরভাগ বিদেশি। যদিও করোনা বিধি লঙ্ঘন সহ একাধিক অভিযোগে অভিযুক্ত হওয়ায় ভারত ছাড়ার আগে তাদের কোর্টের কাছে নির্দিষ্ট হলফনামাও জমা দিয়ে যেতে হয় বলে খবর। যদিও ৪৪ জন ভারতে দেখেই আইনি লড়াইয়ের মুখোমুখি হবেন বলে ঠিক করেছিলেন।
এমতাবস্থায়, শুনানি প্রক্রিয়া চলাকালীন ওই ৪৪ জনের মধ্যে থেকে ৩৬ জনকে রেহাই দেয় আদালত। অন্যদিকে এর আগেও তাদের মধ্যে থেকে উপযুক্ত তথ্য প্রমাণে অভিযোগে ৮ জামাত সদস্যকে খালাস করে দিয়েছিল আদালত। অবশেষে বিদেশী নাগরিক আইনের ১৪৪ ধারা এবং ২৭০ ধারা, ২৭১ ধারায় মোতাবেক বাকী ৩৬ জনও অব্যহতি পেলেন। এদের প্রত্যেকের বিরুদ্ধে মহামারী আইন, দুর্যোগ মোকাবিলা আইন ও ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছিল পুলিশ।

মমতার চ্যালেঞ্জার হয়ে উঠলেন শুভেন্দু! আরও এক 'হেভিওয়েট’ বার্তা দিলেন তৃণমূল ছেড়ে