১৫ ডিসেম্বর সোনার দামে ফের বৃদ্ধি! কলকাতায় দর কোনপথে
ডিসেম্বরের ১৫ থেকে ১৬ তারিখে মার্কিন ফেডারাল রিজার্ভ মিটিং রয়েছে। তার আগে কার্যত বিনিয়োগকরীরা সোনায় বিনিয়োগের ক্ষেত্রে ক্রমাগত ফোকাস বাড়াচ্ছেন। এমন এক পরিস্থিতিতে এদিন, সোনার দাম হু হু করে বাড়তে শুরু করে।

১৫ ডিসেম্বর সোনার দাম
এদিন সকাল ৯:২০ মিনিটে ঘরোয়া বাজারে সোনার দাম বেড়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের ফেব্রুয়ারির ফিউচারে সোনার দাম ০.২১ শতাংশ বেড়েছে। ফলে ১০ গ্রামে এদিন সোনার দাম দাঁড়িয়েছে ৪৯০৪৪ টাকা রয়েছে। এদিনও দেখা যাচ্ছে সোনার দাম ফের একবার ৫০ হাজারের নিচে নেমেছে।

রুপোর দাম
এদিন রুপোর দাম প্রতি কিলোগ্রামে ৬৩, ৬৬৭ টাকা হয়েছে। মার্চের সিলভার ফিউচারে রুপোর দাম ০.৩১ শতাংশ বেড়েছে। ফলে বিয়ের মরশুমের এক মাস বাকি থাকতেই রুপোর দামের এই গতি প্রভাব ফেলতে পারে বাজারে।

কলকাতায় সোনার দাম
২২ ক্যারেটে কলকাতায় সোনার দাম ৪৮,৪৪০ টাকা । অন্যদিকে, কল্লোলিনী তিলোত্তমায় ২৪ ক্যারেটে সোনার দাম ৫১, ১৪০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬, ২৯০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫০,৪৯০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮, ২০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯,২০০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে দাম ৪৭,৯৫০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫২৩১০ টাকা।
(তথ্য সূত্র গুড রিটার্নস )
'এমন বন্ধু থাকলে শত্রুর দরকার নেই’! কাকে নিশানা করলেন তৃণমূল বিধায়ক