তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত দক্ষিণেশ্বর
ফের প্রকাশ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণেশ্বরের কেপি মুখোপাধ্যায় রোডে। ঘটনায় চলল কয়েক রাউন্ড গুলিও। আহত হয়েছে দুই পক্ষের প্রায় ১০ জন কর্মী। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া থানা এলাকার দক্ষিণেশ্বরের কে পি মুখোপাধ্যায় রোডে সোমবার রাতে সেখানে সুরজিত্ ঘোষ নামের এক তৃণমূল নেতার জন্মদিনের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী মদন মিত্রও উপস্থিত ছিলেন বলে খবর। অনুষ্ঠান শেষে মন্ত্রী চলে যাওয়ার পরেই এই সংঘর্ষ শুরু হয় বলে খবর। এদিনও দিনভর চলে দুই পক্ষের হাতাহাতি।
জানা গিয়েছে, শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরাই সক্রিয় তৃণমূল কর্মী মদন মিত্র ঘনিষ্ঠ সুরজিত ঘোষের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়া তৃণমূল কর্মীদের উপর বন্দুক নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। সুরজিত ঘোষের অভিযোগ, ওই দুষ্কৃতীদের মারে জখম হয়েছে অন্তত ৪ জন তৃণমূল কর্মী, তারা গুলিও চালিয়েছে বেশ কয়েক রাউন্ড।
সুরজিত ঘোষের আরও অভিযোগ, "মৌসম নামে এক দুষ্কৃতী ও তার দলবল এই ঘটনা ঘটিয়েছে। ওরা গুলি চালিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। ওই দুষ্কৃতীরা চায় এলাকা অশান্ত করে এলাকার ক্ষমতা দখলে রাখতে। তাই এসব করছে। ওরা সোমবার রাতে অন্তত ৩০ জন ছিল, যারা ঘিরে ধরে আমার জন্মদিনের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল দলের সহ কর্মীরা, তাদের মারধর করেছে।"
এই প্রসঙ্গে কামারহাটি পুরসভার পৌরপ্রশাসক গোপাল সাহা বলেন, "শুনেছি একটা ঘটনা ঘটেছে। যাদের মধ্যে ঘটনা ঘটেছে তারা তো আগে একসঙ্গেই থাকত জানতাম। কেন বন্ধুত্বে বিচ্ছেদ হল খবর নিয়ে দেখতে হবে। তবে শান্ত এলাকায় গুলি চলার ঘটনা মেনে নেওয়া যায় না।" এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিমতলা মাঠ এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

বাবার আত্মজীবনী নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ প্রণব পুত্র অভিজিতের, কড়া বার্তা প্রকাশকদের