ছান্দিক গোয়ার বিরুদ্ধে জয়ের খোঁজে এটিকে মোহনবাগান, পরিসংখ্যানে পাল্লা ভারী কোন শিবিরের?
বুধবার অর্থাৎ ১৬ ডিসেম্বর আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে গত দুই ম্যাচে জয় না পাওয়া এটিকে মোহনবাগান। জিতলে লিগ তালিকার শীর্ষ স্থানে পৌঁছে যাবে আন্টোনিও লোপেজ হাবাসের দল। সেই আশায় বুক বেঁধেছেন সবুজ-মেরুন সমর্থকরা। তার আগে মুখোমুখি সাক্ষাতে দুই দলের পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

মুখোমুখি সাক্ষাতে দুই দল
মোহনবাগানের সঙ্গে সংযুক্ত হওয়ার আগে আইএসএলে মোট ১৪ বার এফসি গোয়ার মুখোমুখি হয়েছে এটিকে। ৫ বার জয় হাসিল করেছে কলকাতার ক্লাব। ৩ বার জিতেছে গোয়া। ৬ বার দুই দলের মধ্যে ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে।

শেষ দুই সাক্ষাৎ
আইএসএল ২০১৯-এর লিগ স্তরে দুই বার মুখোমুখি হয়েছে দুই দল। প্রথম সাক্ষাতে এটিকে শিবির-কে ২-১ গোলে ম্যাচ হারিয়েছিল এফসি গোয়া। সেই হারের বদলা দ্বিতীয় ম্যাচে নিয়েছিল আন্টোনিও লোপেজ হাবাসের দল। গোয়াকে ২-০ গোলে হারিয়েছিল এটিকে।

ট্রফি জয়ের স্বাদ
মোহনবাগানের সঙ্গে সংযুক্ত হওয়ার আগে পর্যন্ত তিন বার আইএসএল খেতাব ঘরে তুলেছে এটিকে। অন্যদিকে এফসি গোয়া ধারাবাহিকভাবে ভাল খেলেও কোনও বারই খেতাব নিজেদের নামে করতে পারেনি।

লিগ তালিকায় অবস্থান
চলতি আইএসএলে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ১০ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে এটিকে মোহনবাগান। পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। অন্যদিকে শুরুটা ভাল না হলেও পরপর দুই ম্যাচ জিতে আচমকাই আইএসএল তালিকায় অনেকটা উঠে এসেছে এফসি গোয়া। পাঁচ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন ইগর আনগুলোরা।

সবচেয়ে বেশি গোল
চলতি আইএসএলে এটিকে মোহনবাগানের জার্সিতে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ৪টি গোল দিয়েছেন ফিজিয়ান রয় কৃষ্ণা। দলের মধ্যে সর্বাধিক গোলদাতা তিনিই। অন্যদিকে চলতি টুর্নামেন্টে এফসি গোয়ার হয়ে পাঁচ ম্যাচ খেলে ৬ গোল দিয়েছেন ইগর আনগুলো। আইএসএলে এখনও পর্যন্ত তিনিই সর্বাধিক গোলদাতা।

গোল পার্থক্যে এগিয়ে কোন দল
চলতি আইএসএলে ৬ গোল দিয়েছে এটিকে মোহনবাগান। গত দুই ম্যাচে তিন গোলও খেয়েছে অরিন্দম ভট্টাচার্যরা। ফলে আন্টোনিও লোপেজ হাবাসের দলের গোলপার্থক্য ৩। সে নিরিখে প্রতিপক্ষ দলের থেকে এক ধাপ পিছিয়ে রয়েছে এফসি গোয়া (গোলপার্থক্য ২)।

লড়াই হাড্ডাহাড্ডি
চলতি আইএসএলে নিজেদের প্রথম তিনটি ম্যাচ জেতে এটিকে মোহনবাগান। কিন্তু চতুর্থ এবং পঞ্চম ম্যাচে যথাক্রমে হার ও ড্র-এর মুখ দেখতে হয় রয় কৃষ্ণাদের। ফলে টানা দুই ম্যাচ জিতে খেলতে নামা এফসি গোয়ার বিরুদ্ধে কলকাতার দল যে কিছুটা হলেও চাপে থাকবে, তা বলাই যায়। তবে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তাও মেনে নিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞরা।
সব প্রজন্মের ফুটবল রথিদের মিলিয়ে দিল ব্যালন ডি'অরের স্বপ্নের একাদশ