করোনার আবহেও অলিম্পিক বন্ধ করার কারণ খুঁজে পাচ্ছেন না টোকিও গভর্নর
করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের মধ্যেও জাপানে অলিম্পিক আয়োজন না করার কারণ খুঁজে পাচ্ছেন না টোকিও-র গভর্নর ইউরিকো কোইকে। ইভেন্ট বন্ধ করার মতো পরিস্থিতি এখন আর নেই বলেও দাবি করেছেন তিনি। অন্যদিকে অতিমারীর প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হতে ২০২১-এ দেশে অলিম্পিক বন্ধ করে দেওয়ার পক্ষেই মত দিয়েছেন জাপানের এক তৃতীয়াংশ মানুষ।

চলতি বছরের ২৪ জুলাই থেকে টোকিও-তে শুরু হওয়ার কথা ছিল অলিম্পিক। করোনা ভাইরাসের জেরে ইভেন্ট স্থগিত করে দেয় ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আইওসি। জানিয়ে দেয়, ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হবে ইভেন্ট। ৮ অগাস্ট পর্যন্ত চলবে প্রতিযোগিতা। কিন্তু করোনা ভাইরাসের প্রভাব না কমায় সেই ইভেন্ট আয়োজনের ক্ষেত্রেও প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। করোনা ভাইরাসের টিকা আবিষ্কার না হলে এবারের মতো অলিম্পিক বাতিল করা হতে পারে বলেও আশঙ্কা।
বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে সাত কোটির কাছে পৌঁছে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ১৬ লক্ষেরও বেশি মানুষ। জাপানে করোনায় আক্রান্তের সংখ্যা এক লক্ষ আশি হাজারে পৌঁছে গিয়েছে। মৃত্যু হয়েছে ১৯৬৬ জনের। অন্যদিকে এক সমীক্ষায় দাবি করা হয়েছে যে অতিমারী অবস্থায় অলিম্পিক বন্ধ হোক, চান জাপানের প্রতি তিন জনের এক জন নাগরিক। ওই সমীক্ষা অনুযায়ী জাপানের ৪০ শতাংশ মানুষ ইভেন্ট আয়োজনের পক্ষে মত দিয়েছেন। ২৩ শতাংশ মানুষ চান তা বন্ধ হোক।
তবে নাগরিকদের বোঝানো সম্ভব বলে মনে করেন টোকিও-র গভর্নর ইউরিকো কোইকে। তাঁর মতে, পরিস্থিতি এখন আগের থেকে অনেকটাই উন্নত। এই অবস্থায় জাপানে অলিম্পিক আয়োজন করা সম্ভব বলেই মনে করেন কোইকে।