রয়েছে ঘূর্ণাবর্ত, হতে পারে শৈত্যপ্রবাহ! কলকাতায় কাঁপুনি শুক্রবারেই, বাংলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে
দুএকটি জায়গায় কুয়াশা দেখা দিলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যায়। তবে কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে দুপুরের দিকে মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস শুক্রবার থেকে তাপমাত্রা কমতে পারে। কোনও কোনও জায়গায় তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৩ ডিগ্রিতে।

ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশের ওপরে
এদিন ঘন কুয়াশা দেখা দিয়েছে বিহার, মালদহ এবং কোচবিহার জেলায়। মাঝারি মানের কুয়াশা দেখা গিয়েছে বিহারের কোনও কোনও জায়গায় এবং জলপাইগুড়ি জেলায়। দার্জিলিং এবং বীরভূমে হাল্কা কুয়াশা দেখা গিয়েছে। খুব হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ওড়িশার কোনও কোনও জায়গাতেও হাল্কা বৃষ্টি হয়েছে। এছাড়া এই এলাকার আবহাওয়া মোটামুটি শুকনো ছিল। এদিনের ন্যূনতম তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে। এছাড়াও তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হয়নি। সমতলে ওড়িশার সুন্দরগড়ে তাপমাত্রা ছিল সব থেকে কম, ১২.৫ ডিগ্রি।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, একটি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশের ওপরে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার নাগাদ পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, রাজস্থানে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২-৩ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে উত্তরবঙ্গে আগামী দুদিন সবকটি জেলাতেই ঘন কুয়াশার দাপট দেখা দিতে পারে। যার জেরে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যেতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ গাঙ্গেয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী ৭২ ঘন্টায় সকালে কুয়াশার দাপট দেখা দেবে। যার জেরে দৃশ্যমানতা কমতে পারে। আগামী ২-৩ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম পরিবর্তনের কোনও সম্ভাবনা না থাকলেও, এরপর তা তিন থেকে পাঁচ ডিগ্রি কমতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৫ (১৫.৩ )
বালুরঘাট ১৩.৬ (১৪.৮)
বাঁকুড়া ১৬.৫ (১৬.৭ )
ব্যারাকপুর ১৫.৯ ( ১৫.৩ )
বহরমপুর ১৫.৬ (১৪ )
বর্ধমান ১৬ ( ১৬.৮)
ক্যানিং ১৬.৪ (১৬.৬)
কোচবিহার ১২.২ (১৫.৫)
দার্জিলিং ৪.৬ (৪.৮)
দিঘা ১৭.৩ (১৮)
কলকাতা ১৭.২ ( ১৭.৬)
মালদহ ১৪ (১৪.৪ )
পুরুলিয়া ১৫
শিলিগুড়ি ১৭.৭ (১৭.১ )
শ্রীনিকেতন ১৫ ( ১৫.২)
কোভিড ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে! জানুন নিয়ম