বাবার আত্মজীবনী নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ প্রণব পুত্র অভিজিতের, কড়া বার্তা প্রকাশকদের
শুধু রাজনীতি নয়, চলতি বছরেই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। অথছ মৃত্যুর পরেও তাঁকে নিয়ে বিতর্ক বাড়ালেন তাঁরই পুত্র-কন্যা। এমনকী বাবার আত্মজীবনী নিয়ে প্রকাশ্যেই কাদা ছোঁড়াছুড়িতে নামলেন পুত্র অভিজিৎ ও কন্যা শর্মিষ্ঠা। এমনকী বই প্রকাশ থেকে বিরত থাকার জন্য প্রকাশকদের কড়া বার্তাও দিলেন অভিজিৎ মুখার্জী।

বই প্রকাশের দিনক্ষণ ঘোষণা হতেই কড়া বার্তা প্রণব পুত্রের
এদিকে ইতিমধ্যেই প্রণব মুখার্জীর আত্মজীবনীর অন্তিম সংস্করণে প্রকাশের দিনক্ষণ ঘোষণা করেছে প্রকাশনা সংস্থা রূপা পাবলিসিং হাউস। এমতাবস্থায় এবার অপ্রকাশিত ওই আত্মকথার পাণ্ডুলিপি নিজে খতিয়ে দেখার দাবি করলেন প্রণব-পুত্র। পাশাাপাশি ওই পাণ্ডুলিপি বই আকারে প্রকাশের আগে পুত্র হিসাবে তাঁর লিখিত অনুমতি জরুরি বলেও টুইটারে ক্ষোভ প্রকাশ করেন অভিজিৎ মুখার্জী।

বই প্রকাশ নিয়ে প্রকাশ্যেই কাদা ছোঁড়াছুড়ি অভিজিৎ-শর্মিষ্ঠার
তব বই প্রকাশের কাজ চালিয়ে যেতে পাল্টা অনুরোধ জানিয়েছেন প্রয়াত রাষ্ট্রপতির কন্যা শর্মিষ্ঠা মুখার্জী। যা নিয়ে প্রকাশ্যেই বাদানুবাদে জড়াতে দেখা গিয়েছে ভাই-বোনকে। এমনকী বাবার শেষ বই প্রকাশে অহেতুক বাধা দেওয়া থেকেও বিরত থাকতে অভিজিতকে অনুরোধ করেন শর্মিষ্ঠা। সস্তা প্রচার পেতেই অভিজিত এই কাজ করছেন বলেও টুইট বার্তাতেই তোপ দাগেন তিনি।

বইটির কিছু ‘বিতর্কিত’ অংশ ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়
অন্যদিকে ইতিমধ্যেই বইটির কিছু ‘বিতর্কিত' অংশ নির্দিষ্ট কয়েকটি মিডিয়া প্ল্যাটফর্ম এমনকী মিডিয়াতে ঘোরাফেরা করছে। যা নিয়েই আদপে ক্ষোভ প্রকাশ করেছেন প্রণবপুত্র। এতে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতিকে অপমান করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। তাই প্রকাশদের কাছে দ্রুত এই বই প্রকাশ বন্ধের ‘নির্দেশ' পাঠিয়েছেন তিনি। প্রয়োজনে আইনি রাস্তাতেও হাঁটতে পারেন বলে হুশিয়ারিও দিয়েছেন।

আত্মজীবনীর কোন অংশেকে ঘিরে বাড়ছে বিতর্ক ?
একাধিক জায়গায় বইটির প্রকাশিত অংশ মোতাবেক ওই বইতেই ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের জন্য সরাসরি সনিয়া গান্ধী এমনকী মনমোহন সিংহকেই দায়ী করেছেন প্রণব। পাশাপাশি ২০০৪ সালে তিনি প্রধানমন্ত্রী হলে অবস্থার পটপরিবর্তন সম্ভব হত বলেও আত্মজীবনীর পাণ্ডুলিপিতে লিখে যান তিনি। এই অংশ প্রকাশের পরেই জোরদার বিতর্ক শুরু হয় রাজনৈতিক মহলে। অস্বস্তিতে পরে কংগ্রেসও। তারপরই প্রকাশকদের বই প্রকাশ থেকে বিরত থাকার নির্দেশ দেন অভিজিৎ মুখার্জী।

দেশজোড়া বিতর্কের মাঝেই তাবলিঘি জামাত মামলায় বেকসুর খালাস ৩৬ জন বিদেশি