পিঙ্ক টেস্টে রিকি পন্টিংকে টপকে কোন বিশ্বরেকর্ড গড়ার দোরগোড়ায় বিরাট
অ্যাডিলেডে পিঙ্ক টেস্টে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। অপেক্ষার আর মাত্র একদিন। তারপরই বৃহস্পতিবার অ্যাডিলেডে দিন রাতের টেস্ট বল গড়াতে চলেছে। ডনের দেশের গোলাপি বলে দিন রাতের প্রথম টেস্টটি খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন বিরাট। সেক্ষেত্রে অজিভূমে এবছর তাঁর সামনে একটি টেস্ট খেলার সুযোগ রয়েছে। আর এই এক টেস্টেই অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ড পিছনে ফেলতে পারেন বিরাট।

পন্টিংয়ের মাইলস্টোন
সব ধরনের ক্রিকেট মিলিয়ে অধিনায়ক হিসেবে বিশ্বে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানোর কীর্তি রয়েছে রিকি পন্টিংয়ের। অধিনায়ক হিসেবে পন্টিং ৩২৪ ম্যাচ খেলে ৪১টি শতরান হাঁকিয়েছিলেন।

কোথায় দাঁড়িয়ে বিরাট
সেখানেই অজি কিংবদন্তির থেকে অনেক কম ম্যাচ খেলে বিরাট পন্টিংকে ছুঁয়ে ফেলেছেন। সব ধরনের ক্রিকেট মিলিয়ে অধিনায়ক হিসেবে বিরাটের ১৮৭ ম্যাচে ৪১টি সেঞ্চুরি রয়েছে। অর্থাৎ গোলাপি বলের টেস্টে সেঞ্চুরি হাঁকালেই পন্টিংকে টপকে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৪২ সেঞ্চুরির মালিক হবেন বিরাট।

একনজরে অধিনায়কদের মধ্য়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানোর তালিকা
দেশের জার্সিতে অধিনায়ক হিসেবে রিকি পন্টিং ৩২৪ ম্যাচে সবচেয়ে বেশি ৪১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ১৮৭ ম্যাচে ৪১ সেঞ্চুরি হাঁকিয়ে পন্টিংয়ের সঙ্গে একাসনে বিরাট কোহলি। তিনে গ্রেম স্মিথ। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক হিসেবে ২৮৬ ম্যাচে ৩৩টি সেঞ্চুরি হাঁকান। চারে স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার প্রাক্তন এই অধিনায়ক ৯৩ ম্যাচে ২০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। পাঁচে অজিদের আরেক প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। দেশের হয়ে অধিনায়ক হিসেবে ক্লার্কের ১৩৯ ম্যাচে ১৯টি সেঞ্চুরি রয়েছে।

সেঞ্চুরিহীন ২০২০
প্রসঙ্গত বিরাটের এবছর দেশের জার্সিতে সেঞ্চুরি খরা চলছে। যেখানে দেশের হয়ে তিনি এবছর একটিও সেঞ্চুরি হাঁকাতে পারেননি। ফলে দিন রাতের টেস্ট দিয়ে বছর শেষে সেঞ্চুরি হাঁকিয়ে বিরাট খরা কাটাতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

পিঙ্ক টেস্টে বিরাটের সেঞ্চুরি
উল্লেখ্য ২০১৯ সালে দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে, ভারতের প্রথম পিঙ্ক টেস্ট ম্যাচে বিরাট সেঞ্চুরি হাঁকান। বাংলাদেশের বোলিংয়ের বিরুদ্ধে কোহলি ১৩৬ রান হাঁকিয়ে আউট হন। এবার বিদেশ সফরে ভারতের প্রথম পিঙ্ক বল টেস্টে বিরাট সেই ধারাবাহিকতা দেখিয়ে সেঞ্চুরি পান কিনা, দেখার।
বিরাটকে থামাতে পরিকল্পনা তৈরি, হুংকার অজি কোচের, ডনের দেশে টেস্টে কোহলির রানের পরিসংখ্যান দেখে নিন