• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কোবে ব্রায়ান্টের মৃত্যু থেকে বেইরুট বিস্ফোরণ, ২০২০-তে শিহরণ জাগানো ১০ ঘটনা

  • |

২০২০-কে অভিশপ্ত বছর হিসেবে ঘোষণা করছে বিশ্ব। অতিমারীতে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ১৬ লক্ষেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা প্রায় আট কোটি। সেসবের উর্ধ্বে এমন কিছু ঘটনাও রয়েছে, যেগুলি বিশ্বে আলোড়ন তুলেছে। ২০২০-এর শেষ লগ্নে সেই সব ঘটনাগুলি দেখে নেওয়া যাক।

আমেরিকা-ইরান উত্তেজনা

আমেরিকা-ইরান উত্তেজনা

২০২০-র শুরুতে ইরানে হওয়া এয়ার স্ট্রাইকে সেদেশের এলিট কুদস ফোর্সের মাথা কোয়াসিম সোলইমানির মৃত্যু হয়। ঘটনাটি বিশ্বে আলোড়ন। যার প্রভাবে আমরিকা ও ইরানের মধ্যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়।

প্রয়াত কোবে ব্রায়ান্ট

প্রয়াত কোবে ব্রায়ান্ট

২০২০ সালের ২৬ জানুয়ারি মাত্র ৪১ বছর বয়সে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান আমেরিকার বাক্সেটবল কিংবদন্তি কোবে ব্রায়ান্ট। ন্যাশনাল বাক্সেটবল অ্যাসোসিয়েশন স্বীকৃত শ্রেষ্ঠতম খেলোয়াড়ের প্রয়াণে শোকস্তব্ধ হয় বিশ্ব।

হার্ভে ওয়েইনস্টেইনের বিরুদ্ধে অভিযোগ

হার্ভে ওয়েইনস্টেইনের বিরুদ্ধে অভিযোগ

২০২০ সালের ফেব্রুয়রিতে যৌন হেনস্থা মামলায় দোষী সাব্যস্ত হন বলিউডের প্রাক্তন প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইন। যদিও পরে তাঁকে বেকসুর খালাসও করা হয়।

করাচি বিমান দুর্ঘটনা

করাচি বিমান দুর্ঘটনা

২০২০ সালের মে মাসে করাচিতে ভেঙে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলায়েন্সের বিমান। ঘটনায় ৯১ জন যাত্রী প্রাণ হারান। বিমানটি লোকালয়ে ভেঙে পড়ায় আহত হন বহু মানুষ।

বেইরুট বিস্ফোরণ

বেইরুট বিস্ফোরণ

২০২০ সালের অগাস্টে বেইরুটে ভয়াবহ পারমানবিক বিস্ফোরণ ১৯০ জন মানুষের প্রাণ কেড়ে নেয়। আহত হন সহস্রাধিক। ঘটনায় কেঁপে যায় গোটা বিশ্ব।

অস্ট্রেলিয়ায় দাবানল

অস্ট্রেলিয়ায় দাবানল

২০১৯ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার দাবানল ২০২০ সালের মে মাস পর্যন্ত চালু থাকে। ঘটনায় ৩৩ জন মানুষ প্রাণ হারান। আগুনে পুড়ে মৃত্যু হয় লক্ষাধিক বন্য জন্তুর।

ফ্রান্সে শিক্ষকের মুণ্ডচ্ছেদ

ফ্রান্সে শিক্ষকের মুণ্ডচ্ছেদ

বিশেষ সম্প্রদায়ের প্রচারককে নিয়ে কার্টুন বানানোর জন্য ফ্রান্সে এক শিক্ষককে তাঁরই স্কুলের সামনে মাথা কেটে খুন করা হয়। ঘটনায় শিহরিত হয় বিশ্ব। অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে ফ্রান্স।

আমেরিকায় কৃষ্ণাঙ্গ খুন

আমেরিকায় কৃষ্ণাঙ্গ খুন

২০২০ সালের ২০ মে আমেরিকায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড-কে হত্যা করা হয় বলে অভিযোগ। ঘটনায় উত্তাল হয়ে ওঠে বিশ্ব। আমরিকার রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন মানুষ। সোশ্যাল মিডিয়ায় চলতে থাকা প্রচার।

ইজরায়েল ও আমিরশাহীর সম্পর্ক

ইজরায়েল ও আমিরশাহীর সম্পর্ক

২০২০ সালের কাঁপিয়ে দেওয়ার মতো ঘটনার তালিকায় রয়েছে ইজরায়েল ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে ৫০ বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা সম্পর্কের উত্তাপ প্রশমিত হওয়া।

এলিয়নের প্রমাণ

এলিয়নের প্রমাণ

আমেরিকার নেভি পাইলটের ক্যামেরায় ধরা পড়ে এমন কিছু ছবি, যা থেকে পৃথিবীতে ভিন গ্রহ থেকে আসা প্রাণীর অস্তিত্ব জনান দেয়।

ক্ষতিগ্রস্ত মানবজাতি, লুপ্ত লক্ষাধিক বন্যপ্রাণ! একনজরে ২০২০ সালের কিছু বিধ্বংসী প্রাকৃতি দুর্যোগ

English summary
Year ender 2020 : 10 incidents which shock the world
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X