শুভেন্দুর বিজেপিতে যোগদানের দিনক্ষণ জল্পনায়! ধন্দ দাদার অনুগামীদের ভাবগতিতে
শুভেন্দু অধিকারী যে তৃণমূলে থাকছেন না তা অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছিল দলীয় নেতৃত্বের সঙ্গে বৈছকের পরদিনই। তারপর থেকে শুধু অপেক্ষা কবে শুভেন্দু সিদ্ধান্ত নেন। সপ্তাহকাল আগেই শুভেন্দু সিদ্ধান্ত জানানোর কথা ছিল। কিন্তু তা যত বিলম্বিত হচ্ছে, শুভেন্দুর বিজেপিতে যোগদানের সম্ভাবনা ততই বাড়ছে।

পদ্মশিবিরে শুভেন্দুর যোগদান-জল্পনা বাড়ছে
শুভেন্দু তৃণমূলকে হতাশ করার পর রাজনৈতিক মহল মনে করেছিল তিনি নাড্ডার সফরে যোগ দিতে পারেন বিজেপিতে। তার আগে আবার তিনি কলকাতায় এসে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার ভয়ে কলকাতা চক্কর কেটে জল্পনা বাড়িয়ে দিয়েছিলেন। তবে নাড্ডার সফরে তিনি যোগদান করেননি বিজেপিতে। ফের তাঁর যোগদান জল্পনা তৈরি হয়েছে।

শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা
এই পর্বে শুভেন্দু অধিকারী অনুগামীরা পুরুলিয়া ও নন্দীগ্রামে নতুন অফিস খুলেছেন। সেই অফিস আবার সবুজ রঙা। তার মেঝে নীল-সাদা। তারপরই শুভেন্দু অনুগামী কনিষ্ক পণ্ডা শুভেন্দুর নামে সহায়তা কেন্দ্র খোলেন, সেটা আবার গেরুয়া। তিনি আবার বলেন, গেরুয়া হল ত্যাগের প্রতীক। এইভাবে শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি করা হয়।

শুভেন্দুর বিজেপিতে যোগদান সম্ভাব্য দিন নিয়ে জল্পনা
এরই মধ্যে আবার জল্পনা ছড়িয়েছে আগানী ১৮ ডিসেম্বর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করতে পারেন। দিল্লিতে গিয়ে তিনি বিজেপিতে যোগদান করতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে এই বিষয়ে শুভেন্দু নিজে কিছু জানাননি। তিনি ইতিমধ্যে বারংবার বলেছেন, যতক্ষণ না তিনি নিজে কিছু বলছেন, কেউ যেন তা বিশ্বাস না করেন।

কাঁথির বুকে গেরুয়া রঙের সহায়তা কেন্দ্র ঘিরে জল্পনা
তবে শুভেন্দু নিজে যতই একথা বলুন, তাঁর অনুগামীদের গতিবিধি দেখে কেউ উড়িয়েও দিতে পারছেন না তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা। খাস কাঁথির বুকে রাতারাতি গেরুয়া রঙের সহায়তা কেন্দ্র খোলার পর থেকেই শুভেন্দু বিজেপিতে যোগদান স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

শিশির-দিব্যেন্দু তৃণমূলে, শুভেন্দুর ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন
শুভেন্দু অধিকারীর বাবা কাঁথির সাংসদ তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি শিশির অধিকারী কিংবা তাঁরা ভাই তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী তৃণমূলে থেকে যাওয়ার কথা জানিয়েছেন। শুভেন্দু এখনও কিছু স্পষ্ট না করলেও তাঁর অনুগামীদের ভাবগতি দেখে মনে হচ্ছে, শুভেন্দু অবশেষে পাড়ি দেবেন গেরুয়া শিবিরেই।
'বিজেপি ভুল বোচ্ছাচ্ছে জিতেন্দ্রকে', নাম না করে কি বাবুলকে ইঙ্গিত করলেন ফিরহাদ