• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ফিরে দেখা ২০২০: এবছর 'মোস্ট সার্চ' খেলোয়াড়দের তালিকায় প্রথম দশে কারা

  • |

ফিরে দেখা ২০২০। বছর শেষে 'মোস্ট সার্চ' খেলায়াড়দের বিশেষ তালিকা প্রকাশ করল ইয়াহু। জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন ইন্টারনেটে খেলোয়াড়দের নিয়ে ফ্যানেদের সার্চ করার হিসেব কষে তালিকা তৈরি করেছে। একনজরে সেই তালিকায় কোন খেলোয়াড় কোথায় রয়েছে দেখে নেওয়া যাক।

সাইনা নেহওয়াল

সাইনা নেহওয়াল

ইয়াহুর এই তালিকায় দশ নম্বরে রয়েছেন সাইনা নেহওয়াল। কোভিডের এই বছরে ব্যাডমিন্টনের বেশিরভাগ টুর্নামেন্টই স্থগিত হয়ে যায়। ২০২০ সালে অলিম্পিকে ব্যাডমিন্টনে মেডেল জয়ের দাবিদার ছিলেন সাইনা। যদিও করোনা ধাক্কায় টোকিও অলিম্পিক ২০২১ সালে পিছিয়ে গিয়েছে।

সানিয়া মির্জা

সানিয়া মির্জা

তালিকায় ৯ নম্বরে সানিয়া মির্জা। বছর শুরুতে মা হওয়ার পর প্রথমবার টেনিস কোর্টে ফেরেন সানিয়া। সন্তান হওয়ার পর দুবছরের বিরতি নিয়েছিলেন তিনি। হোবার্ট আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতে সানিয়া এবছরের শুরুতে সার্কিটে তাঁর প্রত্যাবর্তন জানান। এছাড়া ছেলে ইজহানের সঙ্গে সানিয়ার বিভিন্ন ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বারবার ভাইরাল হয়েছে। করোনায় লকডাউনে সানিয়া-ইজহান ভারতে ও শোয়েব পাকিস্তানে আটকে পড়েন। সেই সময় সানিয়া-শোয়েব বারেবারে শিরোনামে উঠে আসেন।

এবি ভিডিলিয়ার্স

এবি ভিডিলিয়ার্স

করোনার মাঝে মরু শহরের আইপিএল মাতিয়ে দেন ডিভিলিয়ার্স। তাঁর ব্যাটে ব্যাটিং ঝড়ের ভিডিও এবছর সোশ্যাল মিডিয়ায় বারবার ভাইরাল হয়েছে। শুধু তাই নয়, আইপিএলের মাঝে দুবাইয়ের সমুদ্র সৈকতে স্ত্রীয়ের সঙ্গে এবিডির ছবি খেলার জগতে ভাইরাল হয়।

রাফায়েল নাদাল

রাফায়েল নাদাল

অন্য খেলাগুলির মতো করোনা ধাক্কায় টেনিস দুনিয়াও এবছর ধাক্কা খেয়েছে। কোভিডে টেনিস দুনিয়ার একাধিক টুর্নামেন্ট বন্ধ থাকে। এর মধ্য়েই রাফায়েল নাদাল রেকর্ড সংখ্যাক ১৩ বারের জন্যে ফরাসী ওপেন জয় করেন। সব মিলিয়ে ২০ তম গ্র্যান্ডস্ল্যাম জিতে রজার ফেডেরারের কুড়িটি গ্ল্যান্ডস্ল্যাম জয়ের কীর্তি স্পর্শ করেন নাদাল।

নোভাক জকোভিচ

নোভাক জকোভিচ

এবছর নোভাক জকোভিচ ইয়াহু সার্চ ইঞ্জিনে 'মোস্ট সার্চ' খেলায়াড়দের তালিকায় ৬ নম্বরে রয়েছেন। এবছর তিনি অস্ট্রেলিয়ান ওপেন জেতেন।

হার্দিক পান্ডিয়া

হার্দিক পান্ডিয়া

বছর শেষে বিধ্বংসী ব্যাটিং হার্দিকের। সিডনিতে দ্বিতীয় টি-২০তে ২২ বলে ৪২ রান হাঁকিয়ে অপরাজিত থেকে অজিদের বিরুদ্ধে ভারতকে ম্যাচ ও সিরিজ জেতান। এছাড়া ওডিআইয়ে ৯০ ও ৯২* রান হাঁকান। 'মোস্ট সার্চ' খেলায়াড়দের তালিকায় পাঁচে হার্দিক।

যুবরাজ সিং

যুবরাজ সিং

২০১৯ সালে ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেললেও তাঁর জনপ্রিয়তায় যে এতটুকু ভাঁটা পরেনি, যুবরাজ সিং তার বড় প্রমাণ। করোনার মাঝে, কোভিড যোদ্ধাদের মনোবল বাড়াতে পরিবারকে সঙ্গে নিয়ে যুবিকে ঘন্টা বাজাতে দেখা গিয়েছে আবার, আইপিএলে স্থগিতে ক্রিকেট নিয়ে আড্ডা মারতেও দেখা যায়। ক্রিকেট ছাড়লেও ফ্যানেদের কাছে আজও সমান জনপ্রিয় দুই বিশ্বকাপের মালিক।

রোহিত শর্মা

রোহিত শর্মা

'মোস্ট সার্চ' খেলায়াড়দের তালিকায় তিনে রোহিত। ক্রিকেটার হিসেবে ষষ্ঠ ও অধিনায়ক হিসেবে রোহিত এবছর পঞ্চম আইপিএল ট্রফি জিতেছেন।

বিরাট কোহলি

বিরাট কোহলি

ইয়াহুর 'মোস্ট সার্চ' খেলায়াড়দের তালিকায় দ্বিতীয় স্থানে বিরাট। লকডাউনে অনুষ্কার সঙ্গে বিরাটের প্রেমের মুহূর্ত বারেবারে ভাইরাল হয়। ক্রিকেটে ফিরে আইপিএল ও ডনের দেশে, দেশের জার্সিতে তাঁর ইনিংসও ফ্যানেদের মনে জায়গা করে নিয়েছে।

মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনি

ইয়াহুর 'মোস্ট সার্চ' খেলায়াড়দের তালিকায় শীর্ষস্থানে মহেন্দ্র সিং ধোনি। ভারতকে দুটি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া অধিনায়ক ধোনি ২০২০ সালের ১৫ অগাস্ট অবসর ঘোষণা করে দেন। এরপর আইপিএলে খেললেও মাহি এবং তার দল একেবারেই দাগ কাটতে পারেনি। অঘটনের ২০২০তে এবছর আইপিএলের ইতিহাসে এই প্রথম, প্লে অফে না খেলে ধোনির চেন্নাই সুপার কিংস টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

ফিরে দেখা ২০২০: আইপিএলের মঞ্চে এবছর সেরা পারফর্ম্যান্স যাঁদের

English summary
Year eder 2020: Yahoo Most Searched Sports Personalities of 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X