নয়াদিল্লি : ওয়ান্টেড জাকির নায়েকের ফের ষড়যন্ত্র। ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, নতুন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে এবার ভারতের একাধিক শহরে বিস্ফোরণের ছক কষেছিল জাকির নায়েক। জাকির নায়েকের মদতপুষ্ট জঙ্গি দল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ক্রমশ সক্রিয় হয়ে উঠছে।
ভারতের একাধিক শহর রয়েছে এই জঙ্গি গোষ্ঠীর তালিকায়। যেখানে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানোর ছক কষেছে জাকির। তালিকায় রয়েছে রাজ্যের একাধিক শহর। বাংলার শহরগুলি বাদে দিল্লি, অযোধ্যা, বোধগয়া, শ্রীনগর, চন্ডীগড়ে বিস্ফোরণের পরিকল্পনা ছিল। জানা গিয়েছে, মালয়েশিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা গোষ্ঠী ভারতে হামলা চালানোর জন্য সক্রিয় হয়ে উঠেছে।
কেন্দ্রের তরফে জাকির নায়েকের পিস টিভি চ্যানেল, মোবাইল অ্যাপ ও ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উসকানিমূলক বক্তব্য ও হিংসা ছড়ানোর চেষ্টার অপরাধে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। নিরপরাধ মুসলিম যুবকদের মধ্যে ভারত বিদ্বেষী মনোভাব গড়ে তোলার চেষ্টা করার অভিযোগ রয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে।
এই চ্যানেলগুলির মাধ্যমেই জাকির নায়েক দেশবিরোধী কাজ চালায় বলে খবর। আইবি রিপোর্ট বলছে, জাকির নায়েকের দলের সঙ্গে গভীর যোগাযোগ রয়েছে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের। আরবের বেশ কয়েকটি দেশ থেকে নিয়মিত টাকার যোগান পায় জাকিরের দল।
উল্লেখ্য, খালিদ সাইফি, প্রাথমিকভাবে যাকে দিল্লি হিংসায় যুক্ত থাকার জন্য গ্রেফতার করা হয়েছিল তিনি ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েকের সঙ্গে মালয়েশিয়ায় দেখা করেছিলেন। পাশাপাশি পুলিশ আশাবাদী যে খালিদ সাইফির মোবাইল ফোনকে নজরে রাখলে অনেক নতুন তথ্য পাওয়া যাবে। সূত্র ইন্ডিয়া টুডে’কে জানিয়েছে, “টাকার বিষয়ে তথ্য পেতে মোবাইল ফোনকে গুরুত্ব দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে সাইফির সূত্র ধরে জাকির নায়েক অবধি পৌঁছতে পারবে পুলিশ”।
উল্লেখ্য, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দেশছাড়া জাকির নায়েক। এছাড়া বিদেশ থেকে টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে জাকির নায়েক রয়েছেন মালয়েশিয়াতে। ২০১৮ সালের ফিউজিটিভ ইকোনমিক অফেণ্ডারস অ্যাক্ট অনুযায়ী, যেসব অর্থনৈতিক অপরাধীরা ভারতীয় নিয়মবিধিকে লঙ্ঘন করেছে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যেতে পারে।
এদিকে, জাকির নায়েক পিস টিভির প্রায় লক্ষাধিক সাবক্রিপশন রয়েছে। গুগল প্লে স্টোরে এটি পাওয়া যায়। এছাড়াও রয়েছে পিস টিভি অ্যাপ। যেখানে চারটি ভাষায় সম্প্রচার দেখা যায়। ইংরাজি, উর্দু, বাংলা ও চিনা।