আজকের দিনে ল্যাপটপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত করোনা পরবর্তী সময়ে বাড়ি থেকে কাজ করার ক্ষেত্রে সাধারণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই ল্যাপটপ। ক্রেতাদের কথা ভেবে একাধিক ব্র্যান্ড বাজারে নিয়ে এসেছে একের পর এক মডেলের ল্যাপটপ। তবে এবারে জানা গিয়েছে নয়া তথ্য। ল্যাপটপের দুনিয়াতে পা রাখতে চলেছে নোকিয়া।
এর আগে তারা নিয়ে এসেছে একের পর এক ফোন। আর এবারে ল্যাপটপ নিয়ে আকর্ষণ করতে চাইছে ক্রেতাদের।
জানা গিয়েছে, nokia purebook x14 ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে তাদের প্রথম সিরিজের। জানা গিয়েছে, ফ্লিপকার্টের সাহায্যে তারা ভারতের বাজারে প্রথম নিয়ে আসবে নিজেদের মডেল। মনে করা হচ্ছে, ক্রেতাদের চাহিদার কথা ভেবে নতুন কিছু ফিচার যোগ করা হচ্ছে এই মডেলে। তবে এখনও এই ল্যাপটপের দাম কত হবে তা জানা যায়নি। পাশপাশি ভারতের বাজারে কবে সঠিকভাবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে দ্রুত নতুন বছরের শুরুতেই আসবে এই নতুন ব্র্যান্ড।
জানা গিয়েছে, এতে থাকবে নতুন বেশ কিছু সুবিধা। এতে থাকবে intel core i5 processor। এছাড়াও মনে করা হচ্ছে এতে থাকবে dolby atmos , dolby vision technologies এর সুবিধা। এছাড়া জানানো হয়েছে এতে থাকবে ইউএসবি এবং থাকবে hdmi পোর্টের সুবিধা।
ফ্লিপকার্টে এখনও বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি এই ল্যাপটপ সম্পর্কে। তবে মনে করা হচ্ছে যেভাবে ফোনের ক্ষেত্রে উন্নত পরিষেবা দীর্ঘ কয়েক দশক ধরে দিয়েছিল সেই ভাবেই ল্যাপটপের ক্ষেত্রে পরিষেবা দেবে ফ্লিপকার্ট। পাশপাশি মনে করা হচ্ছে এতে থাকবে অল্প দামে নতুন প্রযুক্তি। ফলে কলেজ পড়ুয়ারা আরও বেশি করে আকর্ষিত হবে।