রোম : করোনার থাবায় এবার ক্রিসমাস। ক্রিসমাস, নিউ ইয়ার ইভের ছুটি বাড়িতে কাটানোর নির্দেশ দিল ইতালি সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কোনও ভাবেই উৎসব হবে না। বাড়িতে বসে ছুটি কাটাতে হবে প্রত্যেককে। কোনও জমায়েত করা চলবে না।
নভেম্বর মাস থেকে নতুন করে ইতালিতে করোনা সংক্রমণের হার বেড়েছে। ফলে রীতিমতো আতঙ্কিত স্থানীয় মানুষ থেকে প্রশাসন। রবিবার একদিনে ৪৮৪ জনের মৃত্যুর খবর মিলেছে। একদিনের গড় মৃত্যুর হারে ব্রিটেনকে ছাপিয়ে গিয়েছে এই দেশ। ফলে কড়াকড়ি শুরু হয়েছে। জারি করা হয়েছে একাধিক নিষেধাজ্ঞা।
ইতালি সরকার জানিয়েছে ২৪শে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত এলাকাভিত্তিক অঞ্চলে ঘোষণা করা হবে রেড জোন। যেখানে কড়া নিয়ম জারি থাকবে। চলবে নাইট কার্ফু, অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া অন্য কোনও গাড়ি যাতায়াত করবে না বলে জানানো হয়েছে।
এরই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে দোকানপাট, বার-হোটেল-রেস্তোঁরা। সপ্তাহান্তে ও ছুটির দিনে বাড়ি থেকে জরুরি প্রয়োজন ছাড়া বেরোতে নিষেধ করা হয়েছে। প্রধানমন্ত্রী গ্যুইসেপ্পে কন্টে মন্ত্রীসভার জরুরি বৈঠকের পরে সোমবার সকালে এই সিদ্ধান্ত নেন।
দিন কয়েক আগে জার্মানিও একই রাস্তায় হাঁটে। সেদেশে ১৬ই ডিসেম্বর থেকে ১০ই জানুয়ারি লকডাউন জারি করা হয়েছে জার্মানির বেশিরভাগ অংশে। ক্রিসমাসের আগে এই ধরণের সিদ্ধান্তে, বাজারের বড় ক্ষতি হয়ে যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ২৪শে ডিসেম্বর থেকে ২৬সে ডিসেম্বর পর্যন্ত ক্রিসমাসের ছুটি ঘোষিত হয়েছে। উৎসব পালন না করার আবেদন জানিয়েছে সরকার।
তবে ৫জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সঙ্গে ১৪ বছরের শিশুরা জমায়েত করতে পারবে বলে জানানো হয়েছে। যদি দুটি বাড়ি একসঙ্গে কোনও জমায়েত করতে পারবে না জানিয়েছে প্রশাসন। রবিবারই লকডাউনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল লকডাউন জারি হওয়ার কথা জানান।
এদিকে, কানাডার প্রশাসন জানিয়েছে জরুরি অবস্থার প্রেক্ষিতে করোনার ভ্যাকসিন দেওয়া যেতে পারে। এই ঘোষণা করে কানাডা পিফিজার ও বায়োনটেকের ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে বলে খবর। এক অন্তর্বতীকালীন সিদ্ধান্তের জেরে ভ্যাকসিনকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।
১৬ বছরের ওপরের বয়েসীদের ভ্যাকসিন দেওয়া হবে। কানাডার প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন দেশের স্বাস্থ্য মন্ত্রকের অনুমতি পাওয়ার পরেই ভ্যাকসিনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসেম্বর মাস শেষ হওয়ার আগেই এই ভ্যাকসিনের প্রয়োগ শুরু করেদিতে চাইছে কানাডা।