নয়াদিল্লি : দেশের অর্থনীতি ফের ঘুরে দাঁড়াবে। সেই রাস্তাতেই হাঁটছে কেন্দ্র। এমনই আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই সুযোগ এসেছে। সরকারি চাকরিতে শূণ্য পদে নিয়োগ করা হবে। ৪৭২৬টি পদ খালি, সেখানে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দ্বাদশ শ্রেণী পাশ করেও এই পদগুলিতে আবেদন করা যাবে।
এই খালি পদগুলির বিস্তারিত তথ্য মিলবে ssc.nic.in- এই ওয়েবসাইটে। ৪৩টি ভিন্ন ভিন্ন মন্ত্রকে খালি পদের তথ্য দেওয়া হয়েছে। মোট ৪৭২৬টি শূণ্য পদের জন্য লোক নিয়োগ করা হবে। বিভিন্ন কেন্দ্র সরকারের মন্ত্রকে, বিভাগে ও এজেন্সিতে। ১৫ই ডিসেম্বরের মধ্যে আবেদন পত্র অনলাইনে পূরণ করে পাঠাতে বলা হয়েছে।
এছাড়াও জানানো হয়েছে আবেদন করারজন্য প্রয়োজনীয় ফিজ জমা দিতে হবে ১৭ই ডিসেম্বরের মধ্যে। আবেদন চলবে নিম্নলিখিত পদগুলিতে
১. Lower Division Clerk (LDC)
২. Junior Secretariat Assistant (JSA)
৩. Postal Assistant (PA)
৪. Sorting Assistant (SA)
৫. Data Entry Operator (DEO)
দ্বাদশ শ্রেণী পাশ করার পরেই আবেদন করা যাবে।
পরীক্ষার দিন
এসএসসি সিএইচএসএল ২০২০ টিয়ার ১ কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে ২০২১ সালের ১২ই এপ্রিল থেকে ২৭শে এপ্রিল পর্যন্ত। টিয়ার ২ পরীক্ষার তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
এসএসসি প্রতি বছরই সিএইচএসএল পরীক্ষার আয়োজন করে। লোক নিয়োগ করা হয় Junior Secretariat Assistant, Lower Division Clerk, Postal Assistant, Sorting Assistant, Data Entry Operator পদগুলিতে।
এই পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা
সিএইচএসএল পরীক্ষায় বসার জন্য নূন্যতম দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে। LDC/ JSA, PA/ SA, DEO (except DEOs in C&AG) পরীক্ষার জন্য প্রার্থীকে দ্বাদশ শ্রেণী বা তার সমতুল কোনও পরীক্ষা পাশ করতে হবে। Comptroller and Auditor General of India (C&AG) অফিসে Data Entry Operator (DEO Grade ‘A’) পদের জন্য দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে। বিজ্ঞান বিভাগের পড়ুয়া হতে হবে, বিষয় হিসেবে থাকতে হবে অংক।
প্রার্থীর বয়স
সিএইচএসএল পরীক্ষায় বসার জন্য প্রার্থীকে ১৮ বছরের বেশি বয়সের হতে হবে। ২০২১ সালের পয়লা জানুয়ারি ২৭ বছরের বেশি বয়স হলে চলবে না।