কলকাতা: রবিবার কলকাতায় আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি নপারজিত মুখোপাধ্যায়। যা নিয়ে রাজনৈতিক মহলে তুঙ্গে উঠেছে জল্পনা।
উল্লেখ্য, দু দিনের সফরে কলকাতায় এসেছেন মোহন ভাগবত। কলকাতার দলীয় দফতর কেশব ভবনে ছিলেন তিনি। আরএসএসের দাবি এই সাক্ষাৎ সৌজন্যমূলক স্বাক্ষাৎ। অন্যদিকে এ নিয়ে এখনও নপারজিত মুখোপাধ্যায়ের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় নপরাজিত মুখোপাধ্যায়ের বাড়ি যাওয়ার কথা ছিল মোহন ভাগবতের। কিন্তু তার বদলে দেখা গেল প্রাক্তন ডিজি নিজেই চলে যান আরএসএস প্রধানের কাছে। নপারজিত মুখোপাধ্যায় যখন কেশব ভবনে ঢুকছিলেন তখন তাঁর হাতে কয়েকটি ফাইল ছিল বলেও জানা গিয়েছে। তবে জল্পনা ছড়ালেও আরএসএস একে সৌজন্যমূলক স্বাক্ষাৎকার বলেই থেমে গিয়েছে।
সূত্র মোতাবেক খবর, কমপক্ষে ১ ঘন্টা ধরে এই ভাগবত ও নপরাজিতের কথা হয়েছে। তবে কী নিয়ে কথা হয়েছে সে সম্পর্কে এখনও দুই তরফে মুখে কুলুপ এঁটেছে।
উল্লেখ্য, শনিবার দু’দিনের সফরে কলকাতায় এসেছেন ভাগবত। রবিবার শিল্পী তেজেন্দ্রনারায়ণ মজুমদারের বাড়ি যান তিনি। তেজেন্দ্রনারায়ণ জানিয়েছেন, প্রায় দু’ঘণ্টা তাঁর বাড়িতে ছিলেন তিনি। সেখানে শাস্ত্রীয় সঙ্গীতে মজে ছিলেন তিনি। তবে বিধানসভা নির্বাচনের আগে ফের কলকাতা আসতে পারেন তিনি।