• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

এবার দিল্লিতে কৃষি আইন সমর্থনকারী কৃষকরা! কেন্দ্রের সঙ্গে বৈঠক ৬ রাজ্যের ১০ সংগঠনের

আজ ১৯তম দিনে পড়েছে কৃষকদের আন্দোলন৷ এই আবহে এদিন অনশন কর্মসূচি পালন করেন আন্দোলনকারী কৃষকরা। এই পরিস্থিতিতে এবার কৃষি আইন সমর্থনকারী ১০টি সংগঠন বৈঠকে বসল কেন্দ্রের সঙ্গে। এদিন দিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে ৬টি রাজ্যের থেকে কৃষক প্রতিনিধিরা এসে এদিন দেখা করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে।

তোমর-শাহ বৈঠক

তোমর-শাহ বৈঠক

চলমান কৃষক বিক্ষোভের মাঝে রবিবার দুপুরে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তবে এখনও মেলেনি সমাধান সূত্র৷ কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি-হরিয়ানা সহ একাধিক সীমান্ত অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন পাঞ্জাব, হরিয়ানার কৃষকেরা৷ তবে এবার এই আন্দোলনের পাল্টা হিসাবে এবার কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেন ১০ সংগঠনের কৃষক নেতারা।

দেশের ৯৯ শতাংশ কৃষক কেন্দ্রের আইনকে সমর্থন করে

দেশের ৯৯ শতাংশ কৃষক কেন্দ্রের আইনকে সমর্থন করে

এদিন উত্তরপ্রদেশ, কেরল, তামিলনাড়ু, বিহার, হরিয়ানা, তেলাঙ্গানার মোট ১০টি সংগঠনের প্রতিনিধিরা নরেন্দ্র সিং তোমরের সঙ্গে দেখা করেন। এদিকে এরই মাঝে রাজস্থানের বিজেপি নেতত্বের দাবি দেশের ৯৯ শতাংশ কৃষক কেন্দ্রের আইনকে সমর্থন করে। উল্লেখ্য, রাজস্থানে বিজেপির জোট সঙ্গী আরএলপি এনডিএ ছাড়ার হুমকি দিয়েছে। এমনকী রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনেও তারা একা লড়াই করে। তা সত্ত্বেও বিজেপি সেরাজ্যের ২১টি জেলা পরিষদের মধ্যে ১২টিতেই জিতেছে।

কৃষি সংগঠনের অন্তর্দ্বন্দ্ব

কৃষি সংগঠনের অন্তর্দ্বন্দ্ব

এদিকে রবিবারই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন ভারতীয় কৃষক সংগঠন (ভানু)-র সেনা ঠাকুর ভানুপ্রতাপ সিং। উল্লেখ্য ভানু প্রতাপের সংগঠনই শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিল এই কৃষি আইনের বিরোধিতায়। তবে রাজনাথ-ভানু সাক্ষাতের পরই সংগঠনটি চিল্লা সীমানায় দিল্লি-নয়ডা রাস্তা থেকে অবরোধ সরাতে চায়। এই নিয়ে বিরোধ দেখা দেয় কৃষক সংগঠনগুলির মধ্যে।

কৃষি আইন নিয়ে প্রচারে বিজেপি

কৃষি আইন নিয়ে প্রচারে বিজেপি

অপরদিকে জানা গিয়েছে কৃষক আইন নিয়ে মানুষের মনে যেই ক্ষোভ তৈরি হয়েছে, তা দূর করতে বিশাল আকারে প্রচার অভিযান শুরু করা হবে বিজেপির তরফে। পার্টির উচ্চস্তরের নেতারা ইতিমধ্যেই এই প্রচারের রূপরেখা তৈরি করছেন। এই প্রচারের মাধ্যমে কৃষি আইন নিয়ে কেন্দ্রের দূরদৃষ্টি মনোভাব সম্পর্কে সবাইকে অবগত করতে চাইছে বিজেপি।

মমতা 'শূদ্র', অবুঝ! 'বহিরাগত' আক্রমণের বদলে বাংলায় জাতপাতের রাজনীতি বিজেপির?

English summary
10 organisations from various states met Narendra Singh Tomar, to extend support on 3 Farm Laws
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X