প্যারিস: ফের চোটের কবলে নেইমার দি স্যান্তোস জুনিয়র। না, যে সে চোট নয়। রবিবার পার্ক দি প্রিন্সেস স্টেডিয়ামে লিয়ঁর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন থিয়াগো মেন্ডেসের জঘন্য ট্যাকলে ব্রাজিলিয়ানের গোড়ালি ভাঙতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পরেই নেইমারের চোট কতটা গুরুতর, সে বিষয়ে পুরোপুরি অবগত হওয়া যাবে। কিন্তু মেন্ডেসের ট্যাকল ফ্রম বিহাইন্ড এদিন এতটাই জঘন্য ছিল যে যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে চোখের জলে মাঠ ছাড়তে হয় পিএসজি তারকাকে।

যদিও নেইমারকে ট্যাকলের জেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় স্বদেশী মেন্ডেসকে। প্রাথমিকভাবে রেফারি তাঁকে হলুদ কার্ড দেখালেও ভিএআরের সাহায্যে মেন্ডেসের অপরাধের গুরুত্ব বিচার করে তাঁকে লাল কার্ড দেখানো হয়। যদিও ম্যাচের সংযুক্তি সময়ে এই লাল কার্ড ম্যাচের ফলাফলে কোনও প্রভাব ফেলেনি। থমাস টাচেলের পিএসজি’কে এদিন ১-০ গোলে পরাজিত করে লিয়ঁ। লিগে এই নিয়ে চতুর্থ হার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সবমিলিয়ে পিএসজি’র কাটা ঘায়ে নুনের ছিটের মত যোগ হয় নেইমারের চোট।

ম্যাচের পর নেইমারের চোট ইস্যুতে পিএসজি কোচকে জিজ্ঞেস করা হলে চিনি জানান তাঁর কাছে এই মুহূর্তে কোনও স্বচ্ছ ধারণা নেই ব্রাজিলিয়ানের চোট নিয়ে। স্ক্যান রিপোর্ট হাতে না পাওয়া অবধি চূড়ান্ত কিছু জানানো সম্ভব নয়। তবে আপাতদৃষ্টিতে দেখে যা মনে হয়েছে তাতে নেইমারের গোড়ালি ভাঙলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এদিন নেইমারকে পিছন থেকে করা লিয়ঁ মিডফিল্ডারের ট্যাকলটি ছিল অনেকটা সাঁড়াশি আক্রমণের মত। সেক্ষেত্রে গোড়ালি না ভাঙলেও চলতি বছরে ব্রাজিলিয়ান ওন্ডার কিড’কে আর মাঠে পাওয়া যাবে কীনা, তা নিয়ে সংশয় রয়েছে।

২০১৭ অগাস্টে বার্সেলোনা থেকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’র মাধ্যমে ফ্রান্সের ক্লাবে এসেছিলেন নেইমার। ব্রাজিলিয়ানের উপস্থিতিতে টানা তিনটি মরশুমে ঘরোয়া লিগ খেতাব উঠেছে পিএসজি’র হাতে। তবে গত মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেও অল্পের জন্য খেতাব হাতছাড়া হয় ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাবটির। যদিও ইউরোপ সেরার প্রতিযোগীতায় পিএসজি’র স্বপ্নের যে দৌড় জারি ছিল, তার অন্যতম কান্ডারি ছিলেন নেইমার দি স্যান্তোস জুনিয়র।

অতিমারীর এক বছর কেটে গেলেও অমানবিকতার ছবি আজও সামনে আসছে ।সচেতন ও মানবিক হওয়ার বার্তা দিচ্ছেন কারডিওলজিস্ট বিনায়ক দেব।