ফের ঊর্ধ্বমুখী পারদ! কবে নাগাদ বঙ্গে জাঁকিয়ে শীত, পূর্বাভাস হাওয়া অফিসের
এদিন সকালে কুয়াশার সেরকম দাপট লক্ষ্য করা যায়নি। তবে ন্যূনতম তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই বেড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত এবং জম্মু ও কাশ্মীরের পশ্চিমী ঝঞ্ঝা শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

সপ্তাহ শেষে ফিরতে পারে জাঁকিয়ে শীত
আবহাওয়া দফতরের পূর্বাভাস সপ্তাহের শেষের দিকে শুক্রবার নাগাদ জাঁকিয়ে শীত পড়তে পারে রাজ্য জুড়ে। কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। অন্যদিকে মঙ্গলবার সকালে দিল্লি ও সংলগ্ন এলাকায় অতিঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তর ভারতের রাজ্যগুলিতে আগামী ৪৮ ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই মুহুর্তে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ আরব সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে।

উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২-৩ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। তবে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই তীব্র কুয়াশার দাপট দেখা দিতে পারে। যার জেরে দৃশ্যমানতাও নেমে যেতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ গাঙ্গেয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার সকালে কুয়াশার দাপট দেখা দেবে। যার জেরে দৃশ্যমানতা কমতে পারে। আগামী ২-৩ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৫.৩ (১৬.৪)
বালুরঘাট ১৪.৮ (১৪)
বাঁকুড়া ১৬.৭ (১৭ )
ব্যারাকপুর ১৫.৩ (১৩.৮)
বহরমপুর ১৪ (১৫.৬)
বর্ধমান ১৬.৮ (১৫)
ক্যানিং ১৬.৬ (১৪.২)
কোচবিহার ১৫.৫ (১২.৫ )
দার্জিলিং ৪.৮ (৫.৬)
দিঘা ১৮ (১৬.৪)
কলকাতা ১৭.৬ ( ১৬.৩)
মালদহ ১৪.৪ (১৭.২ )
পুরুলিয়া (১৫ )
শিলিগুড়ি ১৭.১ (১২.৫ )
শ্রীনিকেতন ১৫.২ (১৫.৮)
ফাইল হােত ভাগবতের কাছে নপরাজিত, RSS প্রধানের সঙ্গে রাজ্যের প্রাক্তন ডিজির বৈঠক ঘিরে জল্পনা