লখনউ: করোনা বিধি ভঙ্গের অভিযোগে বিজেপির পশ্চিম উত্তর প্রদেশের মন্ত্রী পন্ডিত আশীষ ভাটস এবং তাঁর শতাধিক সমর্থকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল গৌতম বুদ্ধ নগর পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে করোনার সময় বিনা অনুমতিতে রোড শো করার অভিযোগ রয়েছে। দাদরি কোতোয়ালিতে এই মামলা দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, বিজেপি কর্মীরা মন্ত্রী আশীষ ভাটসকে স্বাগত জানাতে গ্রেটার নয়ডা-দাদরিতে একটি রোড শোয়ের আয়োজন করেছিল। এখানে ১৪৪ ধারা জারি থাকলেও তা মানা হয়নি বলে অভিযোগ। পাশাপাশি দাবি করা হচ্ছে, রোড শো চলাকালীন কেউ মাস্ক পরেননি না শারীরিক দূরত্বও মেনে চলেনি।

এছাড়া ওই রোড শোয়ে মন্ত্রী গাড়ির ছাদে চড়েছিল বলেও জানানো হচ্ছে। যা যথেষ্ট ঝুকিপূর্ণ কাজ। প্রচুর লোক গাড়ি নিয়েও এই রোড শো-এ অংশ নিয়েছিল। শারীরিক দূরত্ব তো ছিলই না, এমনকি অনেকে মাস্ক ছাড়া খোলা মুখে ঘুরে বেড়িয়েছেন বলে দাবি করা হচ্ছে।

উল্লেখ্য, কদিন আগেই করোনা যুদ্ধে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, “ভ্যাকসিন হাত পেতে আর একমাসেরও কম সময় লাগবে। তাছাড়াও করোনা যুদ্ধে জয়ের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে উত্তরপ্রদেশ।”

ভয় কাটানোর দাওয়াই হতে পারে দুই বাংলার কোভিড জয়ীদের কথা।