IPS-দের রাজনৈতিক কাজে ব্যবহার করছেন মমতা, অফিসাদের তালিকা প্রকাশ করলেন রাজ্যপাল ধনখড়
আইপিএস অফিসারদের রাজনৈতিক কাজে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ জন আধিকারিকের তালিকা প্রকাশ করে বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। অবসপ প্রাপ্ত আইপিএস অফিসারদের কাজে লাগাচ্ছেন মুখ্যমন্ত্রী। আর যোগ্য আইপিস অফিসারদের বসিয়ে রাখা হচ্ছে। এর আগেও রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের পক্ষপাত দুষ্ট বলে আক্রমণ শানিয়েছিলেন তিনি। রাজ্যপাল এর আগে অভিযোগ করেছিলেন, রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা শাসক দলের হয়ে কাজ করছে।

মমতাকে আক্রমণ ধনখড়ের
সরকারি কর্মীদের রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। রাজ্যপাল জগদীপ ধনখড় আক্রমণ শানিয়ে বলেছেন, রাজ্যের অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারদের রাজনৈতিক কাজে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য ১৯ জনের একটি তালিকাও টুইটে প্রকাশ করেছেন রাজ্যপাল। তাতে ১৯ জন আইপিএস অফিসারের নাম দেওয়া রয়েছে। অবসর নেওয়ার পরেও তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে। আর যোগ্য আইপিএস অফিসারদের কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন রাজ্যপাল ধনখড়।

ধনখড়ের অভিযোগ
জগদীপ ধনখড় টুইটে অভিযোগ করেছেন, ১৯ জন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারকে পুনর্নিয়োগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুরজিৎ করপুরকায়স্থর নাম ইঙ্গিত করেছেন ধনখড়। আগেও সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল সুরজিৎ করপুরকায়স্থের নাম ইঙ্গিত করেছিলেন। আইপিএস অভিসারদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে গণতন্ত্রকে মমতা চ্যালেঞ্জ করছেন বলেও অভিযোগ করেছেন রাজ্যপাল।

নাড্ডার পর হামলার নিন্দা
ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর হামলা চালানোর ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যপাল। তিনি অভিযোগ করেছেন রাজ্যের আইনশৃঙ্খলা তলানিতে এসে ঠেকেছে। রাজ্যে আইনের শাসন নেই জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পাঠিয়েছিলেন রাজ্যপাল। তারপর রাজ্যের মুখ্যসচিব ও ডিজিকে তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

মমতাকে সতর্ক করলেন রাজ্যপাল
বিজেপি নেতাদের বহিরাগত বলে আগুন নিয়ে খেলছেন মুখ্যমন্ত্রী। ভারতের নাগরিক দেশের সব প্রান্তে যেতে পারেন বলে মমতাকে সতর্ক করেছিলেন রাজ্যপাল। সংবিধান মানছেন না মমতা। তিনি সংবিধান না মানলে রাজ্যপাল দায়িত্ব পালন করতে শুরু করবেন বলে মমতাকে সতর্ক করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।