সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের চার টেস্টের সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে৷ সিরিজের এটাই একমাত্র ডে-নাইট টেস্ট৷ অ্যাডিলেডে বাঁ-হাতি অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা না-খেলতে পারলে রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে চায়নাম্যান কুলদীপ যাদবকে দেখতে চান কিংবদন্তি অজি লেগ-স্পিনার শেন ওয়ার্ন৷
রবীন্দ্র জাদেজা ম্যাচ ফিট হলে, অ্যাডিলেডে তাঁর খেলা প্রায় নিশ্চিত৷ কিন্তু জাদেজা খেলতে না-পারলে অশ্বিনের পরিবর্তে বাঁ-হাতি স্পিনার কুলদীপকে খেলানো উচিত বলে মনে করেন ওয়ার্ন৷ স্পোর্টস তক-কে এক সাক্ষাৎকারে কিংবদন্তি অজি লেগ-স্পিনার পরিসংখ্যান তুলে ধরে জানান, অস্ট্রেলিয়ার মাটিতে একটি মাত্র টেস্ট খেলে ৬টি উইকেট নিয়েছেন কুলদীপ৷ সেখানে ৭টি টেস্টে ২৭টি উইকেট নিয়েছেন অশ্বিন৷
ওয়ার্ন বলেন, ‘দু’বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছে ভারত৷ এর কারণ ভারতের ফাস্ট বোলার ও ব্যাটসম্যানের পারফর্ম্যান্স৷ ভারতীয় ব্যাটসম্যানরা দারুণভাবে অজি ফাস্ট বোলারদের সামলে ছিল৷ আমি চারটি পেস আক্রমণের কথা বলছি না৷ আমি বলছি, ভ্যারাইটি অ্যাটাকের কথা৷ আমি বলতে চাই, জাদেজা ও কুলদীপ দুর্দান্ত৷ কুলদীপকে বল করতে দেখতে আমি পছন্দ করি৷’
অস্ট্রেলিয়ার পরিবশে অশ্বিনের থেকে কুলদীপ অনেক বেশি কার্যকরী হবে বলেও মনে করেন ওয়ার্ন৷ তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় অশ্বিনের পারফরম্যান্স ভালো নয়৷ কুলদীপ যাদবের পারফরম্যান্স দারুণ৷ চোটের কারণে জাদেজা প্রথম টেস্টে খেলতে না-পারলে আমি চাইব, কুলদীপ খেলুক৷ আমার মতে, ভারতের উচিত, তিন পেসার ও এক স্পিনার নিয়ে মাঠে নামা৷’
এছাড়াও পিঙ্ক বল টেস্টে অজি স্পিনার নাথান লায়নের প্রশংসা করেন ওয়ার্ন৷ তিনি বলেন, ‘পিঙ্ক বল বেশি সুইং ও নড়াচড়া করে বলে, এমনটা মনে করার কোনও নেই যে, এই বলে স্পিনাররা সাহায্য পাবে না৷ চার ঘণ্টা দিনের আলোয় খেলা হবে৷ কেবলমাত্র শেষ সেশনটা ফ্লাড-লাইটে খেলা হবে৷ নাথান লায়ন বেশি সফল, কারণ ও দারুণ গতির হেরফের করতে পারে৷ ভারতীয় স্পিনাররাও অবশ্য দ্রুত গতিতে বল করতে পারে৷’