• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মঙ্গলবারই বাড়ি ফিরছেন বুদ্ধদেব ভট্টাচার্য, স্বাস্থ্যের অনেকটাই উন্নতি জানাল উডল্যান্ডস

চিকিৎসকদের আশা জাগিয়ে এখন অনেকটাই সুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবার সেকেন্ড হাফেই হাসপাতালে থেকে ছুটি দিয়ে দেওয়া হবে তাঁকে। ইতিমধ্যেই বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে উঠেছেন তিনি। আজ সকাল থেকেই অনেকটা সুস্থ বুদ্ধবাবু। রাতে ভাল ঘুমিয়েছেন। অস্প শক্ত খাবার খেতে শুরু করেছে। খুলে দেওয়া হয়েছেন রাইলস টিউব।

মঙ্গলবারই বাড়ি ফিরছেন বুদ্ধদেব ভট্টাচার্য, স্বাস্থ্যের অনেকটাই উন্নতি জানাল বেলভিউ

সকালে উঠেই খবরের কাজ পড়তে চেয়েছিলেন তিনি। তাঁকে খবর পড়ে শোনানো হয়েছে। সকাল সাড়ে ১১টার হেলথ বুলেটিনে বেলভিউ হাসপাতলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাভাবিক ভাবেই খাবার খাচ্ছেন তিনি। আরও কয়েকটি পরীক্ষার পর মঙ্গলবার সেকেন্ড হাফে তাঁকে ছুটি দিয়ে দেওয়া হবে। স্বাভাকি ওষুধের ওপরেই রাখা হয়েছে তাঁকে।

গত সপ্তাহে দুপুরে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধবাবু। শরীরে অক্সিজেনের মাত্রা প্রবল কমে গিয়েছিল। সঙ্গে সঙ্গে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। ভেন্টিলেশনেও রাখা হয়েছিল তাঁকে। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন তিনি। তাঁকে দেখতে হাসপাতালে ছুেট গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও।

দেশে দৈনিক সংক্রমণে পতন, রবিবারের চেয়ে ১০.৫ শতাংশ কমল আক্রান্তের সংখ্যা

English summary
Budhadeb Bhattacharya will return home from hospita tomorrow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X