মুম্বইয়ের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে লাল কার্ডের কোপ, চাপে জামশেদপুর, প্রথমার্ধে স্কোর ১-১
এ যেন উলোট-পুরান! জামশেদপুর এফসি-র বিরুদ্ধে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচের ২৫ মিনিটে কার্যত অকারণে লাল কার্ড দেখতে হয়েছিল এসসি ইস্টবেঙ্গলের মিডফিল্ডার লিংডোকে। দশ জনের লাল-হলুদ ওই ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছিল। রেফারির সেই বিতর্কিত সিদ্ধান্তের অভিশাপ যেন লেগে গেল জামশেদপুর শিবিরে। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে আইএসএলের আরও এক গুরুত্বপূর্ণ ম্যাচে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলেন দলের অন্যতম স্তম্ভ আইতোর মনরয়। ম্যাচের হাড্ডাহাড্ডি প্রথমার্ধ শেষ হল ১-১ ফলে।

ম্যাচের প্রথম মিনিট থেকেই জামশেদপুর এফসি-র রক্ষণভাগে আক্রমণভাগে আক্রমণের ঝড় তোলে লিগ তালিকার শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি। প্রতিপক্ষের একের পর এক আক্রমণে কার্যত ছন্নছাড়া হয়ে যান পিটার হার্টলেরা। তবু মাঝে মাঝে কাউন্টার অ্যাটাকে উঠে আসে জামশেদপুর এফসি। দ্রুত তার ফলও পায় তারা। ৯ মিনিটের মাথায় জ্যাকিচাঁদ সিংয়ের দুর্দান্ত পাসে জালে জড়াতে ভুল করেননি জামশেদপুরের গোল মেশিন নেরিজাস ভালসকিস। টুর্নামেন্টে এটি তাঁর ষষ্ঠ গোল।
ভাল খেলেও এক গোলে পিছিয়ে থাকার অপমান সহ্য করার পাত্র ছিল না মুম্বই সিটি এফসিও। ১৫ মিনিটের মাথায় গোল শোধ দেয় অভিনেতা রনবীর কাপুরের দল। লে ফনড্রের পাস থেকে গোল দেন গত বার্থালোমৌ ওগবেছে। এরপরেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। একে অপরকে কড়া ট্যাকেল করতেও শুরু করেন দুই দলের খেলোয়াড়রা। তা করতে গিয়েই ভুল করে ফেলেন জামশেদপুরের আইতোর মনরয়। পরপর দুটি হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান তিনি। ফলে সমস্যা তীব্র হয় জামশেদপুর এফসি-র।