ক্রমেই পাল্লা ভারী কেন্দ্রের, পাঞ্জাব-হরিয়ানার বিক্ষোভকারীদের বিরুদ্ধে দেশের কৃষকদের জোট
১৯ দিন পরেও নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারী কৃষকরা। এই আবহেই রবিবারই উত্তরাখণ্ডের কৃষকরা নতুন কৃষি আইনের প্রতি সমর্থন জানিয়েছিলেন। এবার কেন্দ্রকে স্বস্তি দিয়ে কৃষি আইনের সমর্থনে সরব হলেন বিভিন্ন রাজ্যের ১০টি সংগঠন। এই বৈঠকের পর ফের কৃষি আইনের পক্ষে সওয়াল করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

কয়েক দফায় আলোচনা হয়েছে কেন্দ্রের
কেন্দ্রীয় কৃষি মন্ত্রী জানিয়েছেন, যেসব কৃষকরা কৃষি আইনটি বুঝতে পেরেছেন তাঁরা এই আইনকে সমর্থন জানিয়েছেন। এর আগে জট কাটাতে কৃষক নেতাদের সঙ্গে কয়েক দফায় আলোচনা হয়েছে কেন্দ্রের। কোনও বৈঠকেই মেলেনি রফাসূত্র। উল্টে আন্দোলন তীব্র করেছেন কৃষকরা। এই আবহে আজকের এই বৈঠক তাৎপর্যপূর্ণ।

কেন্দ্রের সঙ্গে একাধিক গোষ্ঠীর বৈঠক
এর আগে রবিবার দীর্ঘক্ষণ উত্তরাখণ্ডের কৃষক নেতাদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। তার আগে অবশ্য বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে। এছাড়া হরিয়ানার ২৯জন কৃষক নেতাও তোমরের সঙ্গে দেখা করে আইনের পক্ষে সওয়াল করেন। এদিকে রাজনাথ সিংয়ের সঙ্গেও আলোচনা করেন ভারতীয় কিষাণ সংগঠন (ভানু)-র সভাপতি। এরপরই নয়ডা-দিল্লি রাস্তা অবরোধের থেকে সরে আসার ঘোষণা করেন তিনি। কিন্তু তাঁর সংগঠনের মধ্যে এই নিয়ে দেখা দেয় অন্তর্দ্বন্দ্ব।

৬ রাজ্যের ১০ সংগঠন দিল্লিতে বৈঠকে বসে কেন্দ্রের সঙ্গে
এদিন বিভিন্ন রাজ্যের ১০ সংগঠন দিল্লিতে বৈঠকে বসে কেন্দ্রের সঙ্গে। উত্তরপ্রদেশ, কেরল, হরিয়ানা, তামিলনাড়ু, হরিয়ানার ১০টি কৃষক সংগঠনের প্রতিনিধিরা সোমবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে দেখা করেন। নয়া কৃষি আইনকে সমর্থন করেছেন তাঁরা। এই ১০টি সংগঠনই অল ইন্ডিয়া কিষাণ কোঅর্ডিনেশন কমিটির সঙ্গে যুক্ত।