সিডনি: ভারতের বিরুদ্ধে আসন্ন চার টেস্টের সিরিজের দলে মোজেস হেনরিকেকে অন্তভূক্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া৷ কাফ মাসলে চোটের কারণে শন অ্যাবট সিরিজ থেকে ছিটকে যাওয়ায় পরিবর্ত হিসেবে দলের সঙ্গে যোগ দিচ্ছেন অল-রাউন্ডার৷ সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এমনটাই জানানো হয়৷
অজি দলের সঙ্গেই সিডনি থেকে অ্যাডিলেড ওভালে যাবেন হেনরিকে৷ ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে দু’টি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া-এ দল৷ এসসিজি-তে সেই দলের হয়ে খেলতে গিয়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কাফ মাসলে চোট পান অ্যাবট৷ ভারতের বিরুদ্ধে দিন-রাতের এই প্রস্তুতি ম্যাচও ড্র হয়৷
অস্ট্রেলিয়া-এ দলের হয়ে হেনরিকেরও এই পিঙ্ক বল ওয়ার্ম-আপ ম্যাচ খেলার কথা ছিল৷ কিন্তু হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি অজি অল-রাউন্ডার৷ তবে ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হতে চলা ভারতের বিরুদ্ধে ডে-নাইট টেস্টে টিম পেইনের দলের সঙ্গে যোগ দিচ্ছেন হেনরিকে৷ ভারতের বিরুদ্ধে সদ্য ২টি ওয়ান ডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলেন তিনি৷ যাতে অল-রাউন্ড পারফর্ম করেন হেনরিকে৷
ভারতের বিরুদ্ধে টেস্ট শুরুর আগে চোট-আঘাতে জর্জরিত অজি শিবির৷ ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়ে প্রথম টেস্ট থেকে আগেই ছিটকে গিয়েছেন ওপেনার উইল পুকোভস্কি৷ তবে বক্সিং ডে টেস্টের আগে তরুণ এই ওপেনার সুস্থ হয়ে উঠবেন বলে জানা গিয়েছে৷ এর আগে ওয়ান ডে সিরিজে চোট পেয়ে প্রথম টেস্টের দল থেকে আগেই ছিটগে গিয়েছে বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার৷
তবে অল-রাউন্ডার ক্যামেরন গ্রিন দ্রুত সুস্থ হয়ে উঠছেন৷ ভারতের বিরুদ্ধে পিঙ্ক বল প্র্যাকটিস ম্যাচে ব্যাট করার সময় মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন গ্রিন৷ তবে সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিচ্ছে তিনি৷ এছাড়া দ্বিতীয় টেস্টের আগে ওয়ার্নার ও পুকোভস্কি দু’জনেই সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানানো হয়েছে৷ ২৬ ডিসেম্বর থেকে এমসিজি-তে শুরু হবে ঐতিহ্যের বক্সিং ডে টেস্ট৷
অস্ট্রেলিয়া দল: টিম পেইন (ক্যাপ্টেন), জো বার্নস, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জোস হ্যাজেলউড, ট্রেভিস হেড, মোজেস হেনরিকে, মার্নাস ল্যাবুশানে, নাথান লায়ন, মিচেল নিসার, জেমস প্যাটিনসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন ও ম্যাথু ওয়েড৷