গত কয়েকদিন আগেই রাজ্যের নিরাপত্তা ছেড়েছেন। আপাতত নিরাপত্তা ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন ‘জননেতা’ শুভেন্দু। যা নিয়ে গত কয়েকদিন আগে আশঙ্কা প্রকাশ করেন শুভেন্দু ঘনিষ্ঠ প্রাক্তন এক তৃণমূল নেতা।
এমনকি শুভেন্দু অধিকারীর প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করা হয়। এই বিষয়ে রাজ্যপালের দ্বারস্থ হওয়ার কথাও জানানো হয়। এরই মধ্যে শুভেন্দু অধিকারীকে বিশেষ নিরাপত্তা কেন্দ্রের।
জানা যাচ্ছে, তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর জন্য বুলেটপ্রুফ গাড়ি-সহ কেন্দ্রীয় নিরাপত্তা বরাদ্দ করা হয়েছে। এমনটাই স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর বলে প্রকাশিত খবরে জানিয়েছে ‘আনন্দবাজার পত্রিকা’।
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কারোর তরফে কিছু জানানো হয়নি। এমনকি কেন্দ্রের তরফেও কিছু জানানো হয়নি। তবে এই বিষয়ে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এক নেতা জানিয়েছেন, দাদা জননেতা।
তবে কেন্দ্রের তরফে নিরাপত্তা দেওয়ার বিষয়ে কিছুই তাঁর জানা নেই বলে ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন ওই নেতা। তবে ওই প্রকাশিত খবর জানাচ্ছে, শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কবে তা দেওয়া হবে সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে।
বিস্তারিত আসছে…।