নয়াদিল্লি : টাকা ট্রান্সফার করার থাকলে, এখন মানুষ ব্যাংকমুখো কমই হন। অনলাইনে টাকা ট্রান্সফারের যুগে ব্যাংকে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে টাকা পাঠানোর ঝক্কি আর কেউই নিতে চান না। তাই ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে অনলাইনে টাকা ট্রান্সফারের প্রক্রিয়া।

সেই প্রক্রিয়ায় আরও গতি আনতে নয়া ঘোষণা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার। আরবিআইয়ের গভর্ণর শক্তিকান্ত দাস জানিয়েছেন সোমবার অর্থাৎ ১৫ই ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে আরটিজিএস বা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের নিয়মাবলী। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে ১৫ই ডিসেম্বর থেকে আরটিজিএস পদ্ধতি পুরোদমে চালু হয়ে যাচ্ছে।

গ্রাহকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে আরবিআই। ডিসেম্বর মাস থেকে সপ্তাহের সাতদিনই এই পরিষেবা মিলবে। দু লক্ষ টাকার ওপর ট্রানজাকশনের জন্য গ্রাহকরা আরটিজিএস পরিষেবা ব্যবহার করতেন।

এতদিন এই পরিষেবা সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত পেতেন গ্রাহকরা। সেই সঙ্গে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার আরটিজিএস পরিষেবা পাওয়া যেত না। আরবিআই গভর্ণর শক্তিকান্ত দাস জানিয়েছেন মানিটারি পলিসি কমিটির সঙ্গে মাসে দুবার বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার সিস্টেমেও বদল আসতে চলেছে। এর আগে গত বছর ডিসেম্বর মাসে NEFT পরিষেবা সপ্তাহের ৭ দিন, ২৪ ঘন্টা করা হয়েছিল। আরবিআই জানিয়েছে, বিশ্বের অনেক বড় বড় দেশেই অনলাইন ট্রান্সফারের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যায় না। তবে এবার থেকে সপ্তাহের সাতদিন ২৪ ঘন্টা পরিষেবা চালু থাকার সিদ্ধান্তের ফলে বড়সড় স্বস্তি ব্যবসায়ীদের জন্য।

এবার থেকে তাঁদের আর ব্যাংকের ওয়ার্কিং ডে-র দিকে তাকিয়ে থাকতে হবে না। কোনও বড় অঙ্কের টাকা যে কোনও সময়ে আরটিজিএসের মাধ্যমে পাঠাতে বা পেতে পারবেন তাঁরা।

ভয় কাটানোর দাওয়াই হতে পারে দুই বাংলার কোভিড জয়ীদের কথা।