• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ব্রাজিলীয় ফুটবলে কলঙ্কের দিন, ৯ বছরের জেল প্রাক্তন তারকার

  • |

কলঙ্কিত ব্রাজিলীয় ফুটবল। ধর্ষণ মামলার দোষী সাব্যস্ত ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার রবিনহো। মিলানের এক আদালত তাঁর বিরুদ্ধে ৯ বছরের সাজা শুনিয়েছে। ধর্ষণ মামলায় রবিনহো দীর্ঘদিন ধরে অভিযুক্ত ছিলেন। দীর্ঘ জল্পনার পর সত্য ঘটনা সামনে এসেছে।

নাইটক্লাবে গণধর্ষণে যুক্ত ছিলেন রবিনহো

নাইটক্লাবে গণধর্ষণে যুক্ত ছিলেন রবিনহো

আলাদত তাঁকে গণধর্ষণে যুক্ত থাকায় ৯ বছর কারাবাসের সিদ্ধান্ত জানাল।ব্রাজিলীয় প্রাক্তন তারকা ফুটবলার রবিনহোর বিরুদ্ধে সাত বছর আগে ২০১৩ সালে মিলানের একটি নাইট ক্লাবে আলবেনীয় বংশোদ্ভূত এক যুবতীকে ধর্ষণ করার অভিযোগ ছিল।

শেষ পর্যন্ত সাজা ঘোষণা

শেষ পর্যন্ত সাজা ঘোষণা

ধর্ষণের অভিযোগে শেষ পর্যন্ত আদালত তাঁকে দোষী ঘোষণা করে সাজার সিদ্ধান্ত জানাল। কুকর্ম রোবিনহো একাধিক বন্ধুও নাকি যুক্ত ছিলেন বলে জানা যায়। রোবিনহোর বন্ধু রিকোর্ডো ফ্যালকোরও নাম জড়িয়েছে।

৩ বছর আগের রায় বহাল

৩ বছর আগের রায় বহাল

তিন বছর আগে ২০১৭ সালে ইতালির আদালত রবিনহোর বিরুদ্ধে নয় বছরের কারাদণ্ড শোনায়। এই অবস্থায় জেল খাটার ভয়ে ব্রাজিলীয় ফুটবল দেশে ফের এসেছিলেন। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রবিনহো উচ্চ আদালতে গিয়েছিলেন। সেই মামলাতেই এবার ৯ বছরের সেই সাজা বহাল রইল। ফলে এবার রবিনহোকে জেলেই যেতে হচ্ছে।

চুক্তি বাতিল করল ক্লাব

চুক্তি বাতিল করল ক্লাব

পরবর্তী সময় ব্রাজিলের ক্লাব সান্তোস তাঁকে দলে নেয়। তবে সম্প্রতি ইতালির আদালত কারাদণ্ডের সিদ্ধান্ত বজায় রেখেছে।তাই ধর্ষক ফুটবলারকে দলে জায়গা দিতে নারাজ সান্তোস। প্রবল চাপের মুখে পরে রবিনহোর বিরুদ্ধে সাজার সিদ্ধান্ত বহাল থাকার পর, তাঁর সঙ্গে চুক্তি বাতিল করেছে ক্লাব। রবিনহোর সমালোচনা সরব ব্রাজিলীয় ফুটবল।

অস্ট্রেলিয় দাপটে চিড় ধরাতে সক্ষম বিরাট ও দ্রাবিড়, কী বলছে পরিসংখ্য়ান

English summary
Brazil international striker Robinho Sentence 9 years jail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X