আইএসএল ২০২০ ২১ : ১০ জনের জামশেদপুরকে কব্জা করতে ব্যর্থ শক্তিশালী মুম্বই, খেলার ফল ১-১
দশ জনের জামশেদপুর এফসি-কে কব্জা করতে পারল না মুম্বই সিটি এফসি। আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়েই ফিরতে হল অভিনেতা রনবীর কাপুরের দলকে। ম্যাচের ফল ১-১। ৬ ম্যাচ ১৩ পয়েন্ট লিগ তালিকার শীর্ষ স্থানেই দাঁড়িয়ে রইল মুম্বই। সম পরিমাণ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এল লড়াকু জামশেদপুর এফসি।

জামশেদপুর এফসি-র বিরুদ্ধে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচের ২৫ মিনিটে কার্যত অকারণে লাল কার্ড দেখতে হয়েছিল এসসি ইস্টবেঙ্গলের মিডফিল্ডার লিংডোকে। দশ জনের লাল-হলুদ ওই ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছিল। রেফারির সেই বিতর্কিত সিদ্ধান্তের অভিশাপ যেন লেগে যায় জামশেদপুর শিবিরে। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে আইএসএলের আরও এক গুরুত্বপূর্ণ ম্যাচে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান দলের অন্যতম স্তম্ভ আইতোর মনরয়।
ম্যাচের প্রথম মিনিট থেকেই জামশেদপুর এফসি-র রক্ষণভাগে আক্রমণের ঝড় তোলে লিগ তালিকার শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি। প্রতিপক্ষের একের পর এক আক্রমণে কার্যত ছন্নছাড়া হয়ে যান পিটার হার্টলেরা। তবু মাঝে মাঝে কাউন্টার অ্যাটাকে উঠে আসে জামশেদপুর এফসি। দ্রুত তার ফলও পায় তারা। ৯ মিনিটের মাথায় জ্যাকিচাঁদ সিংয়ের দুর্দান্ত পাসে জালে জড়াতে ভুল করেননি জামশেদপুরের গোল মেশিন নেরিজাস ভালসকিস।
ভাল খেলেও এক গোলে পিছিয়ে থাকার অপমান সহ্য করার পাত্র ছিল না মুম্বই সিটি এফসিও। ১৫ মিনিটের মাথায় গোল শোধ দেয় অভিনেতা রনবীর কাপুরের দল। লে ফনড্রের পাস থেকে গোল দেন গত বার্থালোমৌ ওগবেছে। এরপরেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। একে অপরকে কড়া ট্যাকেল করতেও শুরু করেন দুই দলের খেলোয়াড়রা। তা করতে গিয়েই ভুল করে ফেলেন জামশেদপুরের আইতোর মনরয়। পরপর দুটি হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান তিনি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দশ জনের জামশেদপুর এফসি-র ওপর চেপে বসে মুম্বই সিটি এফসি। সুযোগের সদ্ব্যবহার করে একের পর এক পরিকল্পিত আক্রমণ তুলে আনতে থাকেন ওগবেছেরা। প্রতিপক্ষ দলের লাগাতার আক্রমণে নাজেহাল হয়ে যায় জামশেদপুর এফসি। একাধিকবার গোলের কাছে পৌঁছেও ফিরে আসতে হয় মুম্বই সিটি এফসিকে। কোনও মতে রক্ষণ সামাল দেন পিটার হার্টলে, স্টিফেন এজেরা। বেশ কয়েকটি দুর্দান্ত গোললাইন সেভ করেন জামশেদপুরের গোলরক্ষক টিপি রেহনিশ। ফলে টানা পাঁচ ম্যাচ জিততে না পারার জ্বালা নিয়েই ড্রেসিংরুমে ফিরতে হল অভিনেতা রনবীর কাপুরের দলকে।