গোকুলাম কেরালাকে হারিয়ে শিল্ডের সেমিফাইনালে মহামেডান
করোনা ভাইরাসের অতিমারির পর ফুটবল শুরুতে শিল্ডের খেতাব জয় থেকে দু'কদম দূরে মহামডেন। গোকুলাম কেরালাকে হারিয়ে আইএফএ শিল্ডের সেমিফাইনালে পৌঁছল সাদা কালো বাহিনী।
সোমবার কল্যাণী স্টেডিয়ামে মহামেডানের হয়ে জয়সূচক গোল তীর্থঙ্কর সরকারের। সেমিফাইনালে মহামেডানের প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর। বুধবার যুবভারতীতে সেমিফাইনাল খেলবে সাদা কালো ব্রিগেড।

ম্যাচে এদিন শুরুর ৮ মিনিটেই মহামেডান এগিয়ে যায়। গোকুলাম বক্সের মধ্যে আদজাকে পুশ করে ফেলে দিলে মহামেডান পেনাল্টি পায়। এই পেনাল্টি থেকেই তীর্থঙ্কর গোল করেন। দ্বিতীয়ার্ধে গোকুলাম অবশ্য ম্যাচে ফেরার সুযোগ তৈরি করেছিল। কিন্তু সাদা কালো বাহিনীর হয়ে গোলকিপার প্রিয়ন্ত সিংয়ের দুরন্ত সেভে কোনও অঘটন ঘটেনি। মহামেডানের বিরুদ্ধে গোকুলাম এদিন ম্যাচে দুটি লাল কার্ড দেখে। ফলে তারা ৯ জন খেলে।
সেমিফাইনালে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে মাঠে নামার আগে ক্লান্তি নিয়ে চিন্তায় সাদা কালো ব্রিগড। শনিবার গ্রুপের ম্যাচ খেলেছে তারা। এরপর আজ সোমবার কোয়ার্টারে গোকুলামকে হারিয়ে মহামেডান সেমিফাইনালে পৌঁছল।
এরপর বুধবার ম্যাচ অর্থাৎ ৪৮ ঘন্টার মধ্য়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে হবে। ফলে ফুটবলাররা যাতে ক্লান্ত না হয়ে পরেন, সেই নিয়েই চিন্তায় মহামেডান।