• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বাংলায় 'হিন্দু রাজ' হবে! নাড্ডাকাণ্ডের পর মমতাকে তোপ দেগে হুঙ্কার গেরুয়া শিবিরের সাংসদের

  • |

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ গোটা বিজেপি। একের পর এক বিজেপি নেতারা নিজেদের প্রতিক্রিয়াতে ঘটনার নিন্দা করেছেন। এমন প্রেক্ষাপটে এদিন সরব হয়েছেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা।

সূর্যগ্রহণ ২০২০: বছরের শেষ গ্রহণের দিন, ক্ষণ , তারিখ, গ্রাস ছাড়ার মুহূর্ত একনজরে

 'তিনি অবসন্ন'

'তিনি অবসন্ন'

জেপি নাড্ডার কনভয়ে ডায়মন্ডহারবারে হামলার ঘটনার তীব্র নিন্দা উঠে এসেছে এবার গেরুয়া শিবিরের সাংসদ সাধ্বী প্রজ্ঞার তরফে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেন, 'তিনি অবসন্ন কারণ, তিনি জানেন যে তাঁর শাসন শেষ হতে চলেছে।'

 বাংলায় 'হিন্দু রাজ'

বাংলায় 'হিন্দু রাজ'

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেমন সুর চড়িয়েছেন সাধ্বী প্রজ্ঞা, তেমনই হিন্দু রাজ নিয়ে বার্তা দিয়ে তিনি বলেন, 'বাংলায় এবার হিন্দু রাজ হবে।' তাঁর আশা পশ্চিমবঙ্গে আগামী বছর বিজেপিই জিতবে। আর তার হাত ধরেই আসবে হিন্দু রাজ।

কনভয়ে হামলা ও বিজেপি

কনভয়ে হামলা ও বিজেপি

এদিকে, জেপি নাড্ডার কনভয়ে হামলার পর থেকে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত চরমে গিয়েছে। নাড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা ৩ আইপিএস অফিসারকে কেন্দ্রর ডেপুটেশনে ডাকা হয়। যার পাল্টা জবাব দেয় রাজ্যসরকার। আর সেই পরিস্থিতিতে সাধ্বীর এই বক্তব্যে তোলপাড় রাজনীতি।

English summary
Sadvi Pragya says West Bengal will have Hindu Raj, ahead of 2021 bengal assembly poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X