করোনায় স্বস্তি ফিরছে বাংলায়! দৈনিক সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে বাড়ছে করোনাজয়ী
করোনা মহামারীতে খানিক স্বস্তির ছবি ফিরল বাংলায়! দৈনিক সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে বাড়ল করোনাজয়ীর সংখ্যা। রবিবার বাংলায় দৈনিক করোনা আক্রান্ত অনেকটাই কমল। সক্রিয়ের সংখ্যাও কমেছে এক লাফে অনেকটাই। বাংলায় দৈনিক করোনা আক্রান্তের তুলনায় এদিন প্রায় ৪০০ বেশি করোনাজয়ীর সংখ্যা।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৫৮০ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ১৯ হাজার ২১৫ জন। এদিন ২৫৮০ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৭৯৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯০৫৭। এদিন মৃত্যু হয়েছে ৪৭ জনের।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ২১ হাজার ৭৯৫ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২২ হাজার ৫৭৩ জন। এদিন ৪৬১ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ২৫৮০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২৯৯৪ জন। মোট করোনা মুক্ত হলেন ৪ লক্ষ ৮০ হাজার ১৬৫ জন। সুস্থতার রেট হয়েছে ৯৩.৯৪ শতাংশ।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৬৪ লক্ষ ২৩ হাজার ৪৯৬ জনের। ৯৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৭১৩৭২। এদিন টেস্টিং হয়েছে ৪১২১৮ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.১২ শতাংশ।
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১১৬২৪২। এদিন ৬৬৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১০৯৭২২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৫২ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১৩১ জন বেড়ে হয়েছে ৩৪২৬২। হাওড়ায় আক্রান্ত ৩৩১১৫। এদিন আক্রান্ত হয়েছেন ১২৫ জন। হুগলিতে ১১২ জন বেড়ে আক্রান্ত ২৬৯০৬ জন।