নয়াদিল্লি: অবশেষে খুলে দেওয়া হল দিল্লি-নয়ডা সীমান্ত। কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভের জেরে দীর্ঘ ১২ দিন ধরে এই সীমান্ত বন্ধ ছিল। শনিবার চিল্লা সীমান্তে বিক্ষোভে সামিল হওয়া কৃষকেরা রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার-এর সঙ্গে দেখা করেন। বিস্তারিত আলোচনার পর উভয়পক্ষের সম্মতিতে সীমান্ত ট্রাফিকের জন্য খুলে দেওয়া হয়।
প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতেই কৃষকদের একটি পাঁচ সদস্যের দল বৈঠক করে। কৃষকদের তরফে এদিন ১৮ দফা দাবি পেশ করা হয়। এপ্রসঙ্গে এক কৃষক নেতা বলেন, তাঁদের নেতারা প্রতিরক্ষা মন্ত্রী এবং কৃষিমন্ত্রীর সঙ্গে স্বাক্ষাত করেছেন ও তাঁদেরকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে।
গভীর রাতে নয়ডা-দিল্লি সীমান্তের ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়। এরপরেই ধীরে ধীরে ওই রোড দিয়ে গাড়ি যাতায়াত শুরু করেছে। এতদিন এই সীমান্ত বন্ধ থাকার জেরে গাড়ি চালকদের ডিএনডি এবং কালিন্দী কুঞ্জ হয়ে দিল্লি যেতে হচ্ছিল।
এর আগে শনিবার রাতে দিল্লি পুলিশ টুইট করে জানিয়েছিল, কৃষকদের বিক্ষোভের কারণে চিল্লা গাজীপুর সীমান্ত বন্ধ রয়েছে। সাধারণ মানুষকে গাড়ির নিয়ে যেতে হলে আনন্দ বিহার, ডিএনডি,ভোপুরা সীমান্ত হয়ে দিল্লি যাওয়ার বিকল্প রাস্তা ধরার পরামর্শ দেওয়া হয়েছিল।
অন্যদিকে কৃষক বিক্ষোভ ক্রমশ জোরদার হচ্ছে। এবার ১৪ই ডিসেম্বর দিল্লির সিঙ্ঘু সীমান্তে বসে অনশন আন্দোলনের ডাক দিয়েছেন কৃষকরা। ১৭ দিন ধরে চলছে কৃষক বিক্ষোভ। যতদিন না কেন্দ্র বিতর্কিত কৃষি বিল পরিবর্তন না করছে ততদিন আন্দোলন চলবে বলে জানানো হয়েছে।