পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জানানো হয়েছে geo hydrological geological assistant পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হলেও পরে তা স্থায়ী হতে পারে বলে জানানো হয়েছে। আবেদনের শেষ তারিখ ৫.১.২০২০। দ্রুত আবেদন করতে জানানো হয়েছে।

এই পদের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে ৭ টি। প্রার্থীদের geology or applied geology নিয়ে পড়াশোনা করতে হবে এবং কমপক্ষে সেকেন্ড ক্লাস পেতে হবে। প্রার্থীদের বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। প্রার্থীদের বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের বেতন ৩৩১৪০ থেকে ৮৬১০০ এর মধ্যে হতে হবে। নিয়ম মাফিক তফসিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেনীর ক্ষেত্রে ৩ বছরের ছাড় দিতে হবে।

আবেদন ফি বাবদ ১৬০ টাকা দিতে হবে। এছাড়া আগ্রহী প্রার্থীদের https://wbpsc.gov.in এই ওয়েবসাইটে চোখ রাখতে হবে।নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য অয়েবসসাইত থেকে পেয়ে যাবেন। অনলাইনে আবেদন ফি দিতে পারবেন প্রার্থীরা। অস্থায়ী ভাবে এই নিয়োগ করা হলেও পরবর্তীকালে স্থায়ী করা হবে মেয়াদ। চাকরি প্রার্থীদের কাছে এই নিয়োগ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। একাধিক প্রার্থীরা আবেদন করবেন বলে জানানো হয়েছে।

ভয় কাটানোর দাওয়াই হতে পারে দুই বাংলার কোভিড জয়ীদের কথা।