নয়াদিল্লি: কৃষকদের আন্দোলন দিল্লিকে এতদিন কার্যত অচল করে রেখেছিল। গত ১৭ দিন ধরে কৃষকেরা রাস্তায় নেমেছে। বর্তমানে এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই শীতে যখন বেশিরভাগ লোকেরা ঘরে বসে আছেন, তখন গাজীপুর সীমান্তে কৃষকদের বিক্ষোভ চলাকালীন চার বছরের এক শিশুকে দেখা গেল বিক্ষোভকারীদের মধ্যে বিস্কুট বিতরণ করতে। ছোট্ট খুদের এই প্রয়াস ইন্টারনেটে প্রচুর প্রশংসা পাচ্ছে।

জানা গিয়েছে, ৪ বছরের রেহান তার বাবাকে সঙ্গে নিয়ে দিল্লি-গাজীপুর সীমান্তে কৃষকদের আন্দোলনে গিয়েছিল। সেখানে গিয়ে সে বিক্ষোভরত কৃষকদের বিস্কুট ও কলা বিতরণ করে। উল্লেখ্য, নয়ডা সংলগ্ন বৈশালীতে বাস করা তাঁর বাবা মেহতাব আলম প্রতিদিন ধর্না স্থলে গিয়ে কৃষকদের খাবার দেন। আজ সেই কাজেই সাহায্য করল তাঁর চার বছরের ছেলে।

মেহতাব আলম সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, “আমরা বিহারের এক কৃষক পরিবার থেকে এসেছি এবং কৃষকদের খাবার বিতরণ করছি। এখানে অনেক কৃষক রয়েছেন যাদের নানান সমস্যা হচ্ছে। তাই আমরা প্রতিদিন এসে এঁদেরকে সহায়তা করি।”

চার বছরের বাচ্চা যখন কৃষকদের হাতে বিস্কুট বিতরণ করছিল সে সময় কেউ এর ছবি তুলে রাখেন। এখন সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অন্যদিকে মেহতাব আলম প্রতি মাসে ২০,০০০ টাকা ইনকাম করে। সেই টাকার মধ্যে দিয়েই কৃষকদের জন্য খাবার কিনে আনে সে।

অন্যদিকে কৃষক বিক্ষোভ ক্রমশ জোরদার হচ্ছে। এবার ১৪ই ডিসেম্বর দিল্লির সিঙ্ঘু সীমান্তে বসে অনশন আন্দোলনের ডাক দিয়েছেন কৃষকরা। ১৭ দিন ধরে চলছে কৃষক বিক্ষোভ। যতদিন না কেন্দ্র বিতর্কিত কৃষি বিল পরিবর্তন না করছে ততদিন আন্দোলন চলবে বলে জানানো হয়েছে।

ভয় কাটানোর দাওয়াই হতে পারে দুই বাংলার কোভিড জয়ীদের কথা।