একুশের ভোটের আগে বিজেপির জনপ্রিয়তা কোনদিকে! বিটিসি নির্বাচনের লিটমাস টেস্টের ফলাফল একনজরে
২০২১ সালে ৪ রাজ্যে হাইভোল্টজ বিধানসভা নির্বাচন। এরমধ্যে যেমন রয়েছে পশ্চিমবঙ্গ, তেমনই রয়েছে কেরল, তামিলনাড়ু ও অসম। এদিকে, কেরলে ও পশ্চিমবঙ্গে যেখানে গদি পাওয়ার লড়াই বিজেপির সামনে, সেখানে তামিলভূমে সমীকরণ পাল্টানো ও অসমে গদি বাঁচাবার লড়াই রয়েছে। এবার এই অসমের বুকে বোড়ো টেরিটোরিয়াল কাউন্সিলের ভোট বা বিটিসি ভোটের ফলাফল প্রকাশের পর সেই গদি বাঁচানোর লড়াইতে বিজেপি আপাতত দৌড়ের কোন পর্যায়ে রয়েছে, দেখা যাক।

বিটিসি ভোটে বিজেপির পরিস্থিতি
৪০ আসনের বিটিসি কাউন্সিলের ভোটে ১৭ টি আসনে জয় বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টের, ইউনাইটেড পিপলস পার্টি লিবারেশন পেয়েছে ১২ টি আসন, বিজেপি পেয়েছে ৯ আসন। আর এমন এক পরিস্থিতিতে বিটিসি নির্বাচনের পর সম্ভবত একটি জোটের কাউন্সিল তৈরি হবে সেখানে।

শরিকের বিরুদ্ধেই লড়াই বিজেপির
২০১৬ সাল থেকে অসমে বিজেপির সঙ্গে রয়েছে বোড়োল্যান্ড পিপলস পার্টি। কাউন্সিলের ভোটে তাদের বিরুদ্ধেই প্রার্থী দিয়েছে বিজেপি। এদিকে, নির্বাচনে কোনও পার্টিই ম্যাজিক ফিগার ২০ টি আসন দখলে রাখতে না পারায় কাউন্সিলের রাজনৈতিক সমীকরণ পাল্টাতে পারে বলে খবর। যা আসন্ন অসম নির্বাচনে প্রভাব ফেলতে পারে।

বিজেপির আসন বৃদ্ধি!
২০১৫ সালের ভোটে বিটিসি নির্বাচনে বিজেপির শরিক বিপিএফ ২০ টি কাউন্সিল ভোটের আসন পায়। সেবার ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ৪ টি আসন পায়। ১৫ টি আসন পায় নির্দলরা। আর বিজেপি পেয়এছিল ১ টি আসন। এরপর ২০২১ বিধানসভা ভোটের আগে বোড়োল্যান্ড কাউন্সিলের ভোটে বিজেপির দখলে ৯ টি আসন।

কাউন্সিলের ভোট বিজেপির অবস্থান
এদিকে, বিটিপি কাউন্সিলের এই ভোটে বিজেপি নিজের শরিক ছেড়ে ইউপিপিএলএর সঙ্গে কাউন্সিল গঠনের রাস্তা খুঁজছে বলে সূত্রের দাবি। সেক্ষেত্রেও অসমের ২০২১ ভোট বেশ প্রভাবিত হতে পারে বলে অনেকের ধারণা।