পাওলো রোসির শেষকৃত্যের দিন বাড়িতে ডাকাতি! কিংবদন্তির ব্যবহৃত হাতঘড়ি চুরি দুষ্কৃতীদের
বিষের বছর ২০২০তে মৃত্যুমিছিল যেন থামছে না। নভেম্বরে দিয়েগো মারাদোনার প্রয়াণের পর ডিসেম্বরে প্রয়াত হয়েছেন পাওলো রোসি। গত বৃহস্পতিবার না ফেরার দেশে ইতালির স্ট্রাইকার।

১৯৮২ বিশ্বকাপে তাঁর পায়ের যাদুতে মুকুট জিতেছিল ইতালি। ফাইনালে গোল তো ছিলই সেই সঙ্গে গ্রুপ পর্বে ব্রাজিলের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন রোসি। বিশ্বকাপে সব মিলিয়ে ছটি গোল করেছিলেন। শনিবার ভেনিস থেকে ৬০ কিলোমিটার দূরে ভিসেনজায় কিংবদন্তি এই ফুটবলারকে সমাধিস্থ করা হয়। আর পাওলো রোসির শেষকৃত্যের সময়েই ডাকাতি হয়ে গেল তাঁর বাড়িতে।
ইতালির সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পাওলো রোসিকে সমাধিস্থ করার দিন ডাকাতরা তাঁর বাড়িতে চুরি করতে ঢোকেন। রোসির স্ত্রী ফেডেরিকা ক্যাপেলেত্তি বাড়ি ফিরে এই ঘটনা আবিষ্কার করেছেন। বাড়ির দরজা ভেঙে দুষ্কীতিরা প্রবেশ করে, শুধু তাই নয়, তালা ভেঙে দ্রুত ডাকাতি করে তারা পালিয়ে যায়।
ডাকাতরা ঘরদোর তছনছও করে। এই ঘটনার পরই প্রয়াত ফুটবলারের স্ত্রী পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। রোসির স্ত্রীয়ের অভিযোগ ডাকাতরা নগদ টাকাপয়সা ও অন্যান্য জিনিসপত্র হাতিয়ে নিয়েছে। তার মধ্যে অন্যতম রোসির ব্যবহৃত হাতঘড়ি ছিল।