করোনা আক্রান্ত জেপি নাড্ডা, ঘরেই রয়েছেন আইসোলেশনে
করোনা ভাইরাসে আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নিজেই করোনা আক্রান্ত হওয়ার কথা টুইটে জানিয়েছেন জেপি নাড্ডা। উপসর্গ কম থাকায় আপাতত ঘরেই রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দুদিন আগেই বাংলা সফরে এসেছিলেন তিনি। তারপরেই করোনা সংক্রমণের কথা টুইটে জানান জেপি নাড্ডা।

এর আগে অমিত শাহও করোনা সংক্রামিত হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হয়ে ফেরেন অমিত শাহ। তবে বিহারের নির্বাচনে তেমন সক্রিয়ভাবে অংশ নেননি। পরে বাংলার ভোটে সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরে এসেছেন। তারপরেই করোনা আক্রান্ত হলেন জেপি নাড্ডা। দুদিন আগেই বাংলা সফরে এসেছিলেন তিনি। ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার পথে করোনা নাড্ডার কনভয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত গুণ্ডারা হামলা চালায় বলে অভিযোগ।
নাড্ডার গাড়ির কাচ ভঙে যায় গামলায়। কৈলাশ বিজয়বর্গীয় হাতের লিগামেন্টে চোট লেগেছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি। মমতা সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি নেতারা। এই নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। অমিত শাহ রীতিমতো মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রক এই নিয়ে রাজ্য পালের কাছে রিপোর্ট তলব করেছে। তারপরেই রাজ্য সফরে আসার কথা ঘোষণা করেছেন অমিত শাহ।