স্টাফ রিপোর্টার, বোলপুর: বিশ্বভারতী প্রতিষ্ঠার শতবর্ষ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রবিবার উপাচার্যের সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। তবে এই যোগদান পর্ব হবে ভার্চুয়ালি। যদিও প্রধানমন্ত্রীর দফতর থেকে এব্যাপারে এখনও কিছু জানানো না হয়নি৷ এদিকে, চলতি মাসে রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশ্বভারতীতে আসবেনা কিনা সেব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি বিজেপি নেতারা৷
এদিন সকালে বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। সঙ্গে ছিলেন বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। কৈলাশ বিজয়বর্গীয় জানিয়েছেন, ২৪ ডিসেম্বর বিশ্বভারতী প্রতিষ্ঠার শতবর্ষের অনুষ্ঠান নিয়েই তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীও সেই অনুষ্ঠানে যোগ দেবেন। তবে তিনি বিশ্ববিদ্যালয়ে আসবেন না। ভার্চুয়ালি তিনি সেই অনুষ্ঠানে থাকবেন।
অনুপম হাজরা জানান, বীরভূম জেলা সফর করবেন অমিত শাহ। দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক, পদযাত্রা এসব কর্মসূচি রয়েছে তাঁর। তার মধ্যেই কিছুটা সময় বের করে অরাজনৈতিকভাবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আসতেও পারেন শাহ। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।
এদিন বাংলায় শিক্ষার মান নিয়ে প্রশ্ন তোলেন কৈলাশ। তিনি বলেন বাংলায় একটা সময় শিশু শিক্ষার মান ছিল সবথেকে উন্নত। বর্তমান সরকারের আমলে তা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে বলে দাবি করেছেন তিনি।
প্রসঙ্গত, সোমবার বিশ্বভারতীর কোর্ট কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, পৌষ উৎসব হলেও এ বার শান্তিনিকেতনে পৌষ মেলা পালিত হবে না। বিশ্বভারতী সূত্রে খবর, ৭ পৌষ রীতি মেনে শুরু হবে পৌষ উৎসব। ৮ পৌষ বিশ্বভারতীতে পালিত হবে প্রতিষ্ঠা দিবস। সেই দিনেই সূচনা হবে বিশ্বভারতীর শতবর্ষ উৎযাপন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক-সহ শিক্ষাবিদ এবং বিশিষ্টেরা। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদীকে। ওই অনুষ্ঠান ঘিরে বিশ্বভারতী কর্তৃপক্ষের তৎপরতা শুরু হয়েছে।