ঢাকা: ভার্চুয়ালি না হয়ে আগের মতো এবারের অমর একুশের গ্রন্থমেলা হবে মাঠেই। করোনা সংক্রমণের কারণে এর আগে অনলাইনে বইমেলার যে দাবি উঠেছিল তা বাতিল হয়েছে।

রবিবার বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজীর সঙ্গে বৈঠকের পর এমনই জাানিয়ে দিলেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিনিধিরা।

সমিতির সভাপতি ফরিদ আহমেদ জানান একটি কথা শোনা যাচ্ছিল, অমর একুশে বইমেলা ভার্চুয়ালি হবে। এ নিয়ে আমরা আলোচনা শেষে আমরা একটা সিদ্ধান্তে এসেছিল এবারের অমর একুশে বইমেলা চিরাচরিতভাবে মাঠেই হবে।

তিনি আরও জানান,বইমেলা পরিবর্তনের তারিখ নির্ধারণ করে আয়োজন কীভাবে করা যায় সেরকম একটি প্রস্তাব আমরা বাংলা একাডেমিকে দেব। বাংলা একাডেমি সেই প্রস্তাব সরকারকে দেবে। সরকার অনুমতি দিলে ফেব্রুয়ারি মাসের যে কোনও তারিখ থেকে বইমেলা শুরু হবে।

ওয়ার্ল্ডোমিটার এবং স্বাস্থ্য অধিদফতরের হিসেবে বাংলাদেশে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ৭ হাজার পার করেছে। তবে সুস্থতার সংখ্যা চার লক্ষের বেশি।

জমায়েত থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় এবারের অমর একুশে গ্রন্থমেলা অনলাইনে করার কথা ভাবা হয়েছিল। বাংলা একাডেমি মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী জানান, করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে এবার হয়ত ১ ফেব্রুয়ারি বইয়ের স্টল বসিয়ে মেলা করা সম্ভব নাও হতে পারে। তাই ভাচুয়ালি করার চিন্তা করা হচ্ছে। প্রকাশক, লেখক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। এরকমটাই আমরা মনে করছি।

বাংলাদেশে লকডাউন উঠে গিয়ে জীবনযাত্রা প্রায় স্বাভাবিক তবে কোনও বড় জমায়েত ঘিরে সরকারের নিষেধাজ্ঞা জারি আছে। এই অবস্থায় প্রতি বছরের মতো ফেব্রুয়ারি মাস জুড়ে চলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে অমর একুশে গ্রন্থমেলা আয়োজন ঘিরে প্রশ্ন তৈরি হচ্ছে। রবিবার সেই জল্পনা উড়িয়ে অনলাইন নয়, মাঠকেই বেছে নিলেন প্রকাশকরা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবছর ফেব্রুয়ারি মাস জুড়ে অমর একুশে গ্রন্থমেলায় প্রতিদিন বহু মানুষের উপস্থিতি হয়। সেখান থেকে সংক্রমণের বড়সড় সম্ভাবনা থাকছে।

১৩৫৮ বাংলা বছরের ৮ ফাল্গুন বা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক রাজধানী ঢাকায় মাতৃভাষা বাংলার স্বীকৃতির দাবিতে আন্দোলন হয়। সেই আন্দোলনে পুলিশের গুলিতে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইউনেস্কো প্রতিবছর ২১ ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।

এই ভাষা আন্দোলনের গৌরবজনক ইতিহাস কে সামনে রেখেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। এটি ‘একুশে বইমেলা’ নামেও সুপরিচিত।

ভয় কাটানোর দাওয়াই হতে পারে দুই বাংলার কোভিড জয়ীদের কথা।