মেছোঘেরি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত উওর ২৪ পরগনার বসিরহাট, আক্রান্ত ৯
মেছোঘেরি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত উওর ২৪ পরগনার বসিরহাট। ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ার সহ আক্রান্ত ৯ জন। বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাঁরা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত শনিবার রাত থেকে। স্থানীয় এক মেছো ভেরি দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ রাজনৈতিক সংঘর্ষে পরিণত হয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে উওর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার ভবানীপুর ২নং গ্রাম পঞ্চায়েতের পারঘাটা গ্রামে।

জানা গিয়েছে, রবিবার দিনও তৃণমূল নেতা হিমাংশু মন্ডল, বিশ্বজিৎ প্রধান ও অজয় প্রধান সহ তৃণমূল কর্মীরা মেছোঘেরিতে প্রতিদিনকার মত মাছ ধরতে গেলে হঠাৎই অপর গোষ্ঠীর নেতা অবদিশ রায় ও অরণ্য শেখর ভূঁইয়ার নেতৃত্বে বাগবিতন্ডা শুরু হয়ে বলে অভিযোগ। এরপরেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৯ জন।
বিষয়টি খতিয়ে দেখতে গেলে সেই সময়ে দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ার অরিজিৎ পাত্র জখম হন। ভলেন্টিয়ার সহ ১০ জনকে প্রথমে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদের মধ্যে সিভিক ভলেন্টিয়ার ও কয়েকজন তৃণমূল কর্মীর অবস্থা আশঙ্কাজনক। এই হামলার পিছনে মেছোঘেরি দখল না পুরনো শত্রুতার জের না ব্যবসায়ী সংক্রান্ত বিবাদ সবটাই তদন্ত শুরু করেছে পুলিশ।
সিভিক ভলেন্টিয়ার অরিজিৎ পাত্র জানিয়েছেন, ' খুনের চেষ্টা করেছিল। কোনোরকম ভাবে এই যাত্রায় বেঁচে গেলাম। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ওপর গোষ্ঠী। তাদের বক্তব্য, এটি মেছোঘেরি দখলের লড়াই। ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক বিষয় সম্পর্ক নেই। তবে সিভিক ভলেন্টিয়ারের উপর হামলাটা দুঃখজনক ঘটনা।"