চেন্নাই: চোট না-পেলে জাতীয় দলের গায়ে চাপানোর পর সম্ভবত বিয়ের পিঁড়িতে বসতেন বরুণ চক্রবর্তী৷ কিন্তু চোটের কারণে অস্ট্রেলিয়ার বিমানে উঠতে না-পারা কলকাতা নাইট রাইডার্সের এই মিস্ট্রি স্পিনার শনিবার জীবনে দ্বিতীয় ইনিংস শুরু করলেন৷ চেন্নাইয়ে দীর্ঘদিনের বান্ধবী নেহা খেড়েকরের সঙ্গে বিয়েটা সের ফেলেন বরুণ৷

গার্লফ্রেন্ডের সঙ্গে বরুণের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানিয়েছেন ফ্যানেরা। প্রথমশ্রেণির ক্রিকেটার অরুণ কার্তিক ইনস্টাগ্রামে বরুণ ও নেহার বিয়ের ছবি শেয়ার করেছেন।

ভিডিওতে দেখা গিয়েছে, বান্ধবীকে বিয়ে করছেন নাইটদের ‘মিস্ট্রি স্পিনার’৷ বিয়ের এই ভিডিও শেয়ার করেছে নাইট রাইডার্স৷ এই ভিডিওতে নববধূর সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গিয়েছে বরুণকে। তাঁর আইপিএল টিম নাইট রাইডার্সের তরফে সোশ্যাল মিডিয়ায় বরুণকে নতুন জীবনের শুভেচ্ছা জানানো হয়।

করোনা অতিমহামারীর প্রকোপ দেখা না-দিয়ে আগেই দু’জনের বিয়ে হওয়ার কথা ছিল। তবে লকডাউনে বরুণ ও নেহা আলাদা আলাদা শহরে আটকে পড়ায় বিয়ে পিছিয়ে দিতে হয়েছিল। লকডাউনে বরুণ ছিলেন চেন্নাইয়ে। তাঁর অঞ্চল কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত হয়। অন্যদিকে নেহা লকডাউন কাটিয়েছেন মুম্বইয়ে।

লকডাউনের পর বরুণ আইপিএল খেলতে আমিরশাহি উড়ে যান। তাঁর বিয়ে আরও কিছুদিন পিছিয়ে যেতে পারত, যদি জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া উড়ে যেতেন তারকা স্পিনার। আইপিএলের পারফরম্যান্স করে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় টি-২০ স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন বরুণ। তবে কাঁধের চোটের জন্য শেষ মুহূর্তে দল থেকে ছিটকে যেতে হয় তাঁকে। বরুণের পরিবর্তে টি-২০ স্কোয়াডে ঢুকে পড়েন টি নটরাজন।

কেকেআর জার্সিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাঁর ৫ উইকেট দলকে জেতানোয় নির্বাচকদের মুগ্ধ করেছিলেন৷ ২০২০ আইপিএল কেকেআর-এর হয়ে দুর্দান্ত বোলিং করে বরুণ ১৩টি ম্যাচে মোট ১৭টি উইকেট নিয়েছেন৷ ইকোনমি রেট ছিল মাত্র ৬.৮৪৷ এছাড়াও মরু শহরের আইপিএল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে দু’বার আউট করেছিলেন নাইটদের এই মিস্ট্রি স্পিনার৷

ভয় কাটানোর দাওয়াই হতে পারে দুই বাংলার কোভিড জয়ীদের কথা।