কলকাতা২৪x৭: প্রথম চার ম্যাচের একটিতে ড্র, বাকি তিন ম্যাচে হার। এক পয়েন্ট লিগ টেবিলে ১০ নম্বরে থেকে আইএসএলে প্রথম জয়ের লক্ষ্যে ওডিশা এফসি। শনিবার ব্যাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি স্টুয়ার্ট বাক্সটারের দল।

গোয়ান কোচ জুয়ান ফেরান্দো ওডিশার বিরুদ্ধে টুর্নামেন্টের দ্বিতীয় জয়ের লক্ষ্যে। প্রথম তিন ম্যাচে দলকে ৪-৩-৩ ছকে খেলানো তরুণ কোচ ওডিশার বিরুদ্ধে দল সাজিয়েছেন ৪-৪-২ ছকে। গত দু’টি ম্যাচে ব্র্যান্ডন ফার্নান্দেজকে প্রথম থেকে শুরু করানোর ফল হাতেনাতে পেয়েছে গোয়া। গোয়ান ফুটবলার জোড়া গোলের নেপথ্য হিসেবে কাজ করেছেন গত দু’টি ম্যাচে। তাই ওডিশার বিরুদ্ধে টুর্নামেন্টে দ্বিতীয় জয়ের লক্ষ্যে জর্জ ওর্তিজের সঙ্গে ব্র্যান্ডনকে আপফ্রন্টে জুড়ে দিয়েছেন ফেরান্দো।

পাশাপাশি যার কথা না বললেই নয়, তিনি ইগর আঙ্গুলো। ইতিমধ্যে ৫ গোল করে ফেলা স্প্যানশ স্ট্রাইকার ওডিশার বিরুদ্ধেও গোয়ার তুরুপের তাস হতে চলেছেন। অন্যদিকে ওডিশার বিনিথ রাই চোটের কারণে অনিশ্চিত থাকলেও মাঝমাঠে তাঁকে রেখেই স্টুয়ার্ট বাক্সটার গোয়ার বিরুদ্ধে দল সাজিয়েছে। ফিট হয়ে আপফ্রন্টে মাইকেল ওনয়ুর পাশে শুরু করছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দিয়েগো মৌরিসিও। ব্রাজিলিয়ান স্ট্রাইকারের থেকে গোল চাইছেন বাক্সটার। একনজরে দেখে নেওয়া যাক দু’দলের প্রথম একাদশ-

ওডিশা এফসি একাদশ: অর্শদীপ সিং (গোলরক্ষক), জ্যাকব ট্র্যাট, হেন্ডরি আন্তোনায়, গৌরব বোরা, শুভম সারাঙ্গি, কোল আলেকজান্ডার, বিনিথ রাই, স্টিভেন টেলর, জেরি, মাইকেল ওনয়ু, দিয়েগো মৌরিসিও।

এফসি গোয়া একাদশ: মহম্মদ নওয়াজ (গোলরক্ষক), সেরিটন ফার্নান্দেজ, সেভিয়র গামা, জেমস দোনাচি, ইভান গঞ্জালেস, জেসুরাজ, লেনি রডরিগেজ, আলবার্তো নগুয়েরো, ইগর আঙ্গুলো, ব্র্যান্ডন ফার্নান্দেজ, জর্জ ওর্তিজ।

ভয় কাটানোর দাওয়াই হতে পারে দুই বাংলার কোভিড জয়ীদের কথা।