ওড়িশার বিরুদ্ধে গোয়ার জয়ের পর, কী দাঁড়াল পয়েন্ট টেবিল, মোহনবাগান-ইস্টবেঙ্গল কোথায় দাঁড়িয়ে
ওড়িশার বিরুদ্ধে দুরন্ত জয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে গোয়া। গোলমেশিন ইগর আনগুলোর ছন্দে থাকায় ৫ ম্যাচ শেষে গোয়া ২টি জয় ২টি ড্র ও ১টি ম্যাচ হেরেছে। ফলে এই মুহূর্তে তারা ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে।
অন্যদিকে এদিনের হারের পর ওড়িশার ৫ ম্যাচে মাত্র ১ পয়েন্ট। ফলে তারা ১০ নম্বরে নেমে গিয়েছে। একনজরে পয়েন্ট টেবিলে চোখ বুলিয়ে নেওয়া যাক।

১) ৫ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই সিটি এফসি।
২) ৫ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এটিকে মোহনবাগান
৩) ৫ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে।
৪) ৫ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে এফসি গোয়া চার নম্বরে রয়েছে।
৫) ৪ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে বেঙ্গালুরু এফসি।
৬) ৪ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে হায়দরাবাদ এফসি।
৭) অন্যদিকে ৫ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে জামশেদপুর পয়েন্ট টেবিলে ৭ নম্বরে রয়েছে।
৮) চেন্নাইয়ান এফসি ৪ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৮নম্বরে রয়েছে।
৯) কেরালা ব্লাষ্টার্স ৪ ম্যাচে ২টি পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে।
১০) ৫ ম্যাচ শেষে ১টি পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছে ওড়িশা।
১১) ৪ ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়ে এসসি ইস্টবেঙ্গল এই মুহূর্তে ১১ নম্বরে রয়েছে।